ক্লাব ফুটবলের মৌসুম প্রায় শেষ ভাগে। নতুন মৌসুম শুরুর আগে চমক হিসেবে আছে নতুন সংস্করণে হাজির হওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
আর্জেন্টাইন মহাতারকার ক্লাব বিশ্বকাপ খেলা নিশ্চিত হলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে এ টুর্নামেন্টে দেখার সম্ভাবনা ছিল শূন্য। পর্তুগিজ কিংবদন্তির বর্তমান ক্লাব আল নাসর এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিছু করতে না পারায় ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে আসন্ন ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সেটাও আবার মেসির সঙ্গে একই ক্লাবে!
শুনতে অবিশ্বাস্য ঠেকলেও এমনটা সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। সম্প্রতি আমেরিকান ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার আই-শো-স্পিডকে এমনটাই বলেছেন ফিফা সভাপতি।
বিখ্যাত স্ট্রিমারের শো-তে চমক হিসেবে যাওয়া ইনফান্তিনো বলেছেন, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) ক্লাব বিশ্বকাপে খেলতে পারে, এ নিয়ে আলোচনা চলছে। কে জানে? (বিশ্বকাপে অংশ নেওয়া) কোনো ক্লাব যদি নিতে চায়? এখনো কয়েক সপ্তাহ বাকি। এমনটা হলে মজা হবে।’
‘গ্রেট প্লেয়ার’ মেসি ও রোনালদোকে এক সঙ্গে দেখার স্বপ্নটা যে সব সাধারণ দর্শকের মতো তিনিও দেখেন, সেটা জানিয়েছেন ফিফা সভাপতি, ‘আমি ওদের দুজনকে একসঙ্গে দেখতে চাই। এই টুর্নামেন্টেই (ক্লাব বিশ্বকাপে) ওরা দুজন একই দলে খেলছে, ভাবতে পারেন? এটা হতে পারে বিশেষ কিছু।’
ফিফা সভাপতির এমন ইচ্ছে প্রকাশের পর থেকে মেসি-রোনালদোকে এক ক্লাবে দেখার গুঞ্জন আরও হাওয়া পাচ্ছে। কয়েকমাস আগেই গুঞ্জন ছড়িয়েছিল, রোনালদোকে দলে টানতে চায় মায়ামি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম তে ই সে স্পোর্তস এক প্রতিবেদনে জানিয়েছে, পর্তুগিজ কিংবদন্তিকে দলে নেওয়া প্রসঙ্গে মেসির সঙ্গে কথাও বলেছেন মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। রোনালদোর ব্যাপারে সম্মতি দিয়েছেন মেসি, এমনটা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তে ই সে স্পোর্তস আরও জানিয়েছে, লুকা মদ্রিচকেও দেখা যেতে পারে ফ্লোরিডার ক্লাবটিতে! এমনটা যদি সত্যিই হয়, ক্লাব বিশ্বকাপের আলোর অনেকটা টেনে নিতে পারে এমএলএসের ক্লাবটি!