সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আনচেলত্তির ব্রাজিল দলে নাম নেই নেইমারের

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:০৮ এএম

একদিন আগে ব্রাজিলে পৌঁছেছেন সেলেসাওদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। গতকাল সোমবার রিও ডি জেনিরোতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় ৬৫ বছর বয়সী এ ইতালিয়ানকে। ওই মঞ্চেই ২৬ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। সে দলে জায়গা হয়নি নেইমারের। তবে দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন কাসেমিরো ও আন্তোনি।

বাংলাদেশ সময় আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। এর ৫ দিন পর ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। মূলত এ দুটি ম্যাচের জন্যই গতকাল দল ঘোষণা করেছেন আনচেলত্তি।

নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। এক বছরের বেশি সময় পুনর্বাসনে থাকার পর ক্লাব ফুটবলে ফিরলেও চোটে পড়েছেন নিয়মিতই। সম্প্রতি পেশির চোট কাটিয়ে সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন বটে, কিন্তু সেটা দেখে পুরোপুরি আস্থা রাখতে পারেননি আনচেলত্তি।

নেইমারকে না নেওয়া প্রসঙ্গে ব্রাজিলের নতুন কোচ বলেছেন, ‘আমি চেষ্টা করেছি এমনসব খেলোয়াড়দের বাছাই করতে, যারা ভালো অবস্থায় আছে। নেইমার সম্প্রতি একটা চোটে পড়েছিল। সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল আর ভবিষ্যতেও থাকবে।’

নেইমারের মতো ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে আর খেলা হয়নি কাসেমিরোরও। তবে সাবেক রেয়াল মাদ্রিদ তারকা মিডফিল্ডারকে এবার ডেকেছেন আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটিতেও আনচেলত্তির অধীনে খেলেছেন কাসেমিরো। সে অর্থে ব্রাজিল জাতীয় দলে আবারও গুরু-শিষ্যের মিলন হতে যাচ্ছে।

কাসেমিরো প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ও (কাসেমিরো) দুর্দান্ত খেলোয়াড়। আমি ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি মনে করি, জাতীয় দলে এ ধরনের খেলোয়াড়ই দরকার, যাদের মধ্যে নেতৃত্ব,ব্যক্তিত্ব আর প্রতিভার সমন্বয় আছে। অবশ্য ব্রাজিলের কখনোই প্রতিভার অভাব হয় না। এ গুণগুলোর পাশাপাশি আধুনিক ফুটবলে দরকার দায়বদ্ধতা, জেতার তীব্র মনোভাব আর ত্যাগ। কাসেমিরোর মধ্যে এগুলো সব আছে। যাদের ডাকা হয়েছে, তাদের অনেকের মধ্যেই এসব গুণ আছে।’

ক্লাব ফুটবলে আরেক শিষ্য ভিনিসিয়ুসকে নিয়েও মন্তব্য করেছেন আনচেলত্তি। মাদ্রিদের এ লেফট উইঙ্গার জাতীয় দলের হয়ে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। ব্রাজিলের জার্সিতে ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন মোটে ৬টি। তবে আনচেলত্তির বিশ্বাস, ভিনিসিয়ুসকে ভয়ংকর রূপেই পাওয়া যাবে।

ভিনি প্রসঙ্গে আনচেলত্তির ভাষ্য, ‘ভিনি এখনো ওর সেরা রূপ দেখাতে পারেনি। এখনো যদি ভালো পারফর্ম নাও করে, সামনে করবে। কারণ ও অসাধারণ খেলোয়াড়। একইসঙ্গে কঠোর পরিশ্রমী আর লড়াকু।’

আনচেলত্তি যোগ করেন, ‘সত্যি বলতে ব্রাজিলিয়ানরা জাতীয় দলকে খুব ভালোবাসে। কখনো কখনো ভালো খেলতে তারা অতিরিক্ত চাপ অনুভব করে। এটা তাদের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলতে পারে। ওই চাপটাই ওদের সেরা পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত যে, ভিনি জাতীয় দলের হয়ে ওর আসল রূপ দেখাবে।’

এ মুহূর্তে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা।

ডিফেন্ডার: আলেক্সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো, বেরাল্দো, আগুস্তো, দানিলো, লিও ওরতিস, মার্কিনিয়োস, কার্লোস ওয়েসলি, ভান্দেরসন।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, এদেরসন, গেরসন।

ফরোয়ার্ড: আন্তনি, এস্তেভাও, গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।

হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পেদ্রোর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফ্লুমিনেন্সের জার্সিতে। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির মূল দলে ঢোকেন এ স্ট্রাইকার। পরের বছর অবশ্য ফ্লুমিনেন্স ছেড়ে পাড়ি জমান...
মারেসকা আলোচনাটা করছিলেন একটা ক্লান্তিকর মৌসুমের শেষে চেলসির মতো ইউরোপের দলগুলোর এই ক্লাব বিশ্বকাপে খেলতে হওয়া নিয়ে। এর সঙ্গে তিনি তুলনা টানছিলেন ব্রাজিলের ও লাতিন আমেরিকার দলগুলোর। তা করতে গিয়েই...
চেলসির জয়সূচক গোলটাকে উপহার বলা যায় কেন? ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পালমার-এনসো ফের্নান্দেসের পা ঘুরে শেষ পর্যায়ে বক্সের ভেতর বল পান মালো গুস্তো। একটু এগিয়ে...
ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ এক নারীকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা এক নারীর শরীরে লুকানো অবস্থায় ৩৭ হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার ভোরে মাদকবিরোধী অভিযানে র‍্যাব এ ইয়াবাগুলো...
গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ছাড়া বাড়ির মালিক সাদেক আলী ও ছেলে রামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.