সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মারাদোনাকে নকল করতে গিয়ে দলকে ডুবিয়েই দিলেন নেইমার

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪১ এএম

জানুয়ারির শেষে ৫ মাসের চুক্তিতে আল হিলাল ছেড়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আবার ক্লাব বিশ্বকাপ শুরু। সে সময় স্থগিত থাকবে ব্রাজিলিয়ান লিগ। তার আগে মোটে দুটি লিগ ম্যাচ বাকি সান্তোসের। এর মধ্যে একটিতে গতকাল রাতে খেলতে নেমেছিল নেইমারের দল। কিন্তু এ ম্যাচে হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

ব্রাজিলিয়ান সেরি আ-র ১১তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ স্তাদিও আরবানো কাদেরিয়াতে বোতাফোগোর মুখোমুখি হয়েছিল সান্তোস। অনুমিতভাবে ম্যাচের বেশিরভাগ আলো ছিল নেইমারের ওপর। কিন্তু সান্তোস অধ্যায়ের শেষভাগটা রাঙানো তো দূরের কথা, উল্টো বিতর্কিত কাণ্ডের জন্ম দিয়ে বসেন নেইমার। নেইমারের লাল কার্ড দেখার ম্যাচে সান্তোস হেরে গেছে ১-০ ব্যবধানে।

গতকাল ম্যাচের শুরু থেকে নেইমারকে দুয়ো দিচ্ছিলেন বোতাফোগোর সমর্থকেরা। ব্রাজিলিয়ান তারকাকেও ম্যাচে রাগান্বিত মনে হয়েছে। এমনকি প্রথমার্ধের শেষ দিকে আইর ফিরিওকে ফাউল করে একটা হলুদ কার্ডও দেখেছেন।

গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। নেইমারও জোর প্রচেষ্টা চালাতে থাকেন। এর মধ্যে ৭৬ মিনিটে ঘটে সেই আলোচিত ঘটনাটি। বাঁপ্রান্ত থেকে ক্রস করেছিলেন গনসালো এস্কোবার। সেটা নেইমারের কাছে পৌঁছানোর আগেই সামনের দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন বোতাফোগো গোলকিপার ইয়ন ভিক্তর। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল যায় নেইমারের শরীর বরাবর।

সান্তোস তারকার শরীরে লেগে ফিরতি বল বোতাফোগোর গোলের দিকে যাচ্ছিল। তবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করেন বোতাফোগের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ রিকার্দো। তার আগেই হুট করে হাত দিয়ে টেনে বল জালে জড়িয়ে দেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার এ কীর্তি মনে করিয়ে দেয় মারাদোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’কে!

অবশ্য গোলটা বাতিল করে দেন রেফারি। সঙ্গে নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ডও দেখান। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। তখন পর্যন্ত স্কোরলাইন ছিল ০-০। তবে ১০ মিনিট পর বড় ধাক্কা খায় সান্তোস। আর্তুর গিমারেসের গোলে পিছিয়ে পড়ে ১০ জনের সান্তোস। শেষ পর্যন্ত ওই গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

এ হারে ২০ দলের লিগে ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে নেমে গেছে সান্তোস। অবশ্য এ ১১ ম্যাচের মধ্যে মোটে ৪টি ম্যাচে খেলেছেন নেইমার। চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন ৭ ম্যাচ।

হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পেদ্রোর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফ্লুমিনেন্সের জার্সিতে। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির মূল দলে ঢোকেন এ স্ট্রাইকার। পরের বছর অবশ্য ফ্লুমিনেন্স ছেড়ে পাড়ি জমান...
মারেসকা আলোচনাটা করছিলেন একটা ক্লান্তিকর মৌসুমের শেষে চেলসির মতো ইউরোপের দলগুলোর এই ক্লাব বিশ্বকাপে খেলতে হওয়া নিয়ে। এর সঙ্গে তিনি তুলনা টানছিলেন ব্রাজিলের ও লাতিন আমেরিকার দলগুলোর। তা করতে গিয়েই...
চেলসির জয়সূচক গোলটাকে উপহার বলা যায় কেন? ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পালমার-এনসো ফের্নান্দেসের পা ঘুরে শেষ পর্যায়ে বক্সের ভেতর বল পান মালো গুস্তো। একটু এগিয়ে...
মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোর কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনার সমালোচনা করেছেন নিজ দলের সদস্যরা। এই সমালোচনাকারীরা এক সময় ডোনাল্ড...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.