বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস নতুন মাত্রা যোগ করেছে। গত এক যুগে ফুটবল ম্যাচ নিয়ে দেশে এমন উন্মাদনা দেখা যায়নি। স্টেডিয়ামের ভেতর-বাহির মুখরিত ছিল 'বাংলাদেশ, বাংলাদেশ' স্লোগানে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের কয়েক ঘণ্টা আগেই দর্শকদের ঢল নামে জাতীয় স্টেডিয়ামে। ফেডারেশনের সতর্কবার্তা ও সূচি মেনে ঘণ্টা পাঁচেক আগেই হাজির তাঁরা। অনেকে গায়ে জড়িয়েছেন দেশের জার্সি, কারো হাতে পতাকা। স্বাগতিকদের পক্ষে স্লোগান দিতেও শোনা যায়।
ফুটবল নিয়ে এমন উন্মাদনা এই প্রজন্মের অভিজ্ঞতায় একদমই নতুন। একজন দর্শক বলেন, ‘আমি কাতার থেকে এসেছি শুধু সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচটা দেখার জন্য, মাঠে বসে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। হামজা চৌধুরীর খেলা দেখতে আসছি। আমার হামজা চৌধুরীকে পছন্দ।’
ভক্তদের কাছে এরই মধ্যে তারকা ইমেজ তৈরি হয়েছে হামজা, ফাহামেদুল, সমিতদের। স্টেডিয়ামের প্রবেশপথগুলোতে রাখা হয় তাদের কাটআউট। সেখানে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা যায় দর্শকদের।
একজন দর্শক বলেন, ‘আগে কখনও স্টেডিয়ামে খেলা দেখি নি। এটাই আমার প্রথমবার। আশা করি হামজা, ফাহমেদুল, সমিতরা ভালো খেলবে। আমরা সবাই চাই হামজা একটা গোল করবে।’
সংস্কারের পর নতুন রূপের জাতীয় স্টেডিয়ামও আগ্রহ বাড়িয়েছে ম্যাচের। ডিজিটাল বোর্ড, বিগ স্ক্রিন আধুনিক প্রযুক্তির মিশেল যোগ করেছে রঙিন আবহ। তাছাড়া স্থানীয়দের সঙ্গে আকর্ষণের কেন্দ্রে প্রবাসী ফুটবলাররা।
দেশের ফুটবলের নতুন জাগরণ ধরে রেখেই এগোবে লাল-সবুজ।