সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আনচেলত্তি যুগে প্রথম জয়, বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:২৫ এএম

ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি যুগের শুরুটা গোলশূন্য ড্র দিয়ে করেছিল ব্রাজিল। তবে সেলেসাওদের হয়ে প্রথম জয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান কোচকে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একই সঙ্গে বাছাইপর্বের দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে বলের দখল আর রক্ষণ ঠিকঠাক থাকলেও আক্রমণভাগে তেমন সুবিধা করতে পারেনি ব্রাজিল। আজ প্যারাগুয়ের বিপক্ষে সে পরিস্থিতি কিছুটা বদলেছে। ম্যাচের ৭৩ শতাংশ বলের দখল রাখা আনচেলত্তির দল আক্রমণেও দাপট দেখিয়েছে। প্যারাগুয়ের ৫ শটের বিপরীতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা শট নিয়েছেন ১১টি, এর ৪টি ছিল গোলমুখে। এছাড়া আরও দুবার গোলের বড় সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

সে গোলটা হয়েছে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে। ম্যাচের ৪৪ মিনিটে বক্সের ডান প্রান্তের কিছুটা বাইরে বল পেয়েছিলেন রাফিনিয়া। সেখান থেকে কলম্বিয়ার ৩ ডিফেন্ডারের মাঝ দিয়ে ছোট করে পাস দেন বার্সা উইঙ্গার। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন কুনিয়া। আর তাতে পা ছুঁয়ে জালে বল জড়ান ভিনিসিয়ুস।

১-০ গোলে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোলের খুব কাছাকাছি গিয়েছিল। কিন্তু আর ব্যবধান বাড়াতে পারেনি।

এ জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনেই থাকল ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট প্যারাগুয়ের। এবার কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি পরের বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার সাতে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮ (১৬ ম্যাচে)। প্যারাগুয়ে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। অর্থাৎ পরের দুটি ম্যাচ হারলেও ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত ব্রাজিলের।

হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পেদ্রোর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফ্লুমিনেন্সের জার্সিতে। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির মূল দলে ঢোকেন এ স্ট্রাইকার। পরের বছর অবশ্য ফ্লুমিনেন্স ছেড়ে পাড়ি জমান...
মারেসকা আলোচনাটা করছিলেন একটা ক্লান্তিকর মৌসুমের শেষে চেলসির মতো ইউরোপের দলগুলোর এই ক্লাব বিশ্বকাপে খেলতে হওয়া নিয়ে। এর সঙ্গে তিনি তুলনা টানছিলেন ব্রাজিলের ও লাতিন আমেরিকার দলগুলোর। তা করতে গিয়েই...
চেলসির জয়সূচক গোলটাকে উপহার বলা যায় কেন? ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পালমার-এনসো ফের্নান্দেসের পা ঘুরে শেষ পর্যায়ে বক্সের ভেতর বল পান মালো গুস্তো। একটু এগিয়ে...
জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-জনতা ও ভোলাবাসীকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.