সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
Independent Television
 

১৫ বছর পর আর্জেন্টিনার কথা মনে পড়ল তাদের

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রিভার প্লেত থেকে কিনে নিয়েছে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদ।

এতে ১৫ বছরের একটি খরা কাটল মাদ্রিদের। ২০১০ সালে আনহেল দি মারিয়াকে কেনার পর গত ১৫ বছরে আর কোনো আর্জেন্টাইনকে কেনেনি স্প্যানিশ পরাশক্তি। 

মাস্তানতুয়োনোর সঙ্গে আপাতত ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে মাদ্রিদ। ৪ কোটি ৫০ লাখ ইউরো রিলিজ ক্লজ হলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য ৬ কোটি ৩২ লাখ ইউরো খরচ হচ্ছে মাদ্রিদের। এত অর্থ ব্যয় করার পরও ক্লাব বিশ্বকাপে তাঁকে পাবে না মাদ্রিদ। এই টুর্নামেন্ট রিভার প্লেটের জার্সিতেই খেলার ইচ্ছা মাস্তানতুয়োনোর। 

অবশ্য খেলোয়াড় চাইলেও এখন মাদ্রিদের জার্সিতে খেলতে পারবেন না। আগামী ১৪ আগস্ট ১৮ বছর পূর্ণ হবে তাঁর। ১৮ এর আগে ইউরোপিয়ান কোনো ক্লাবের পক্ষে ইউরোপের বাইরের কোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব না।

মাদ্রিদের প্রতি আগ্রহ মাস্তানতুয়োনো কখনো গোপন করেননি। তাঁকে দলে নেওয়ার জন্য মাদ্রিদও বেশ আগ থেকেই আগ্রহ দেখিয়েছিল। কিন্তু মাঝে সে আলোচনা থমকে যায়। মাদ্রিদে আর যাওয়া হচ্ছে না মাস্তানতুয়োনোর- এ খবরও ছড়িয়ে পড়ে। 

জুনের শুরুতে তাঁকে কেনার জন্য আগ্রহ দেখায় সদ্য চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে কম বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের রেকর্ডই এই মাসেই গড়েছেন চিলির বিপক্ষে। এ সময় আবার মাস্তানতুয়োনো ও মাদ্রিদকে ঘিরে আলোচনা শুরু হয়। 

এবং এক সপ্তাহের মধ্যেই চুক্তি হয়ে গেছে। চুক্তি অনুযায়ী রিলিজ ক্লজের ৪৫ মিলিয়ন ইউরো পাচ্ছে রিভার প্লেত। আর রিলিজ ক্লজের পুরোটাই দেওয়ায় করবাবদ স্প্যানিশ কর্তৃপক্ষের প্রাপ্য ১ কোটি ১৮ লাখ ইউরোও মাদ্রিদকে দিতে হয়েছে। এর বাইরে ফুটবল খেলোয়াড়দের ইউনিয়নকে দিতে হবে ১৪ লাখ ইউরো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পাবে ৯ লাখ। আর্জেন্টিনার সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট এর অংশ ৩৬ লাখ ইউরো। এর বাইরে অন্যান্য ফি ৫ লাখ।

গত কয়েক বছরে মাদ্রিদ একের পর এক ব্রাজিলিয়ান কিশোর কিনেছে। ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো- দুজনের জন্যই ৪ কোটির বেশি খরচ করেছে। এই দুজন আলো ছড়ালেও ৩ কোটি ইউরোর রেইনিয়ের জেসুস এখনো মাদ্রিদের জার্সিতে একটি ম্যাচও খেলেননি,একের পর এক ক্লাবে ধারে খেলছেন। গত মৌসুমে আবার এন্দরিকের জন্য ৬ কোটি ইউরো খরচ করেছে মাদ্রিদ। 

ওদিকে ২০১৪ সালে দি মারিয়া চলে যাওয়ার পর মাদ্রিদের মূল স্কোয়াডে কোনো আর্জেন্টাইনকে দেখা যায়নি। তবে এই সময়ে একাডেমির দুজন খেলোয়াড়কে মাঠে নামিয়েছে মাদ্রিদ। ২০১৭ সালে কোপা দেল রেতে দুই ম্যাচে নেমেছিলেন রাইট উইঙ্গার ফ্রান্সিসকো ফিউইলাসিয়ের। ২০২৩/২৪ মৌসুমে খেলেছেন আরেক রাইট উইঙ্গার নিকো পাস। চ্যাম্পিয়নস লিগেও গোল করেছিলেন বর্তমানে কোমোয় খেলা এই উইঙ্গার। 

হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের...
এর আগে লিওনেল মেসি ২০১৭ সালে বার্সেলোনায় থাকার সময়ে কর ফাঁকির দায়ে ২১ মাসের স্থগিত জেলের শাস্তি পেয়েছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোও স্পেনে কর ফাঁকির দায়ে শাস্তি পেয়েছিলেন ২০১৯ সালে। ব্রাজিল কোচ...
ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ডের অপেক্ষা। দারুণ এক আক্রমণে প্রায় ম্যাচে ফিরেছিল জার্মান ক্লাবটি। কিন্তু অন্তিম মুহূর্তে মার্সেল সাবিৎসারের শট ডানদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন থিবো...
বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচটা দেখে যে কারও মনে হতে পারে, যেন ‘অ্যাটাক ভার্সেস ডিফেন্স’ অনুশীলন চলেছে ম্যাচজুড়ে। ফিটনেসে, গতিতে আর সেসবের চেয়েও বেশি করে দলীয় সমন্বয় আর ব্যক্তিগত স্কিলে বাংলাদেশের...
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সিরাজদিখান থানার মোড়াপাড়া এলাকার মদিনা মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় সাহেব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.