সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বাফুফের সদস্য সাখাওয়াত

‘দেশের ১৮ কোটি মানুষ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চায়’

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৭:২৮ পিএম

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের একটা অংশ কাবরেরার পদত্যাগের দাবিও তুলেছে। তবে এবার বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যই জাতীয় দলের কোচের পদত্যাগ চেয়েছেন, তাও আবার সবাইকে অবাক করে দিয়ে সংবাদ সম্মেলনের মধ্যে।

বাফুফে আজ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে। মঞ্চে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির ১৪ সদস্য। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল, আগামী ছয় মাসের পরিকল্পনা ও কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরা। তবে সেখানেই বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগের দাবি তুলেন। 
    
সংবাদ সম্মেলনে উপস্থিত নির্বাহী কমিটির ১৪ সদস্যের সামনে সাখাওয়াত দাবি তোলেন, ‘আমার একটাই এজেন্ডা, কাবরেরার পদত্যাগ চাই।’

বাফুফের নির্বাহী সদস্য শাহীন বলেন, ‘আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।’

কাবরেরার পদত্যাগ দাবি করে বাফুফে সদস্যের দেওয়া বক্তব্য প্রসঙ্গে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলব। কোচের কাজের পর্যালোচনা হবে। সেটা হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে নেওয়া হবে। তার আগ পর্যন্ত যেভাবে চলছে সেভাবে চলবে।’

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করা হলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে।’ 

ক্রীড়াঙ্গনে আজ একাধিক বড় ইভেন্ট আছে। একদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনাল, অন্যদিকে উইম্বলডনে ছেলেদের এককের শিরোপা নির্ধারণী ম্যাচও আজ। আবার শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও মাঠে গড়াবে...
গ্লোবাল সুপার লিগের ম্যাচে ভোরে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্টের দ্বিতীয় দিন আজ। এছাড়া উইম্বলডনের পুরুষ এককের সেমিফাইনালে আজ আলকারাসের মুখোমুখি হবেন ফ্রিটস। অন্য সেমিফাইনালে...
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ বিদায় নিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটও যেন ডুবছে। উদ্ধারকারী হিসেবে ফুটবলের মতো এখানেও একজন হামজা চৌধুরীর দরকার বলে মনে করেন আকরাম খান।
২০২৫ সাল, বিশ্বজুড়ে ফ্যাশনের দুনিয়ায় এক নতুন নাম ঘুরে ফিরে আসছে, লাবুবু। ছোট্ট, লোমশ, দাঁতাল এই পুতুলটি যেন এক মুহূর্তে ট্রেন্ডের শীর্ষে। রাস্তাঘাটে, বিমানবন্দরে, ক্যাফেতে, হাতে লাবুবু নিয়ে দেখা...
ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয়...
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.