সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

তাঁর সঙ্গে দেখা হলে ভক্তদের কেমন লাগে, মেসি এবার বুঝলেন

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:৪০ এএম

তাঁরা মহাতারকা। তাঁদের দেখা পেলে আকাশের চাঁদ পাওয়ার স্বাদ পান ভক্তরা। এমন সব ভক্তদের সামলে দিন কাটে লিওনেল মেসির। এবার মেসি নিজেও বুঝতে পারলেন, তাঁর সঙ্গে দেখা হলে ভক্তদের কেমন লাগে। 

ইতালিয়ান কিংবদন্তি রবের্তো বাজ্জোর দেখা পেয়ে এতটাই উচ্ছ্বসিত মেসি, যেমনটা উচ্ছ্বসিত হন কোনো সাধারণ ভক্ত তাঁর প্রিয় তারকার দেখা পেয়ে।

শুধু ইতালি নয়, বিশ্ব ফুটবলেরই বড় নাম বাজ্জো। ১৯৯৩ সালের বালন দ’র জয়ীর কাঁধে চড়ে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইতালি। ভাগ্যের নিষ্ঠুরতা, সেই বাজ্জোকেই খলনায়ক বানিয়ে দেয়। ফাইনালে টাইব্রেকারে নিজের শত মিস করেন ইতালিয়ান ফরোয়ার্ড। আর এতেই চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল।

ইতালির জার্সিতে কিছু জিততে পারেননি। ইউভেন্তুসে খেলেছেন, মিলানের দুই ক্লাবেও কাটিয়েছেন সময়। তবু ক্যারিয়ারে মাত্র চারটি ট্রফি জিতেছেন। চ্যাম্পিয়নস ট্রফির স্বাদ পাননি। কিন্তু সেটা বাজ্জোর কিংবদন্তি হওয়ার পথে বাঁধা হতে পারেনি। 

এ কারণেই বাজ্জোর কাছ থেকে একটা জার্সি পেয়ে মহা আনন্দিত মেসি। ইনস্টাগ্রামে একদম পাড় ভক্তের সুরে উচ্ছ্বসিত মেসি লিখেছেন, ‘কী দুর্দান্ত! রবের্তো এই বিশেষ ও মাহাত্ম্যপূর্ণ উপহারের জন্য এবং চমৎকার আড্ডার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একজন তারকা, ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তী। যখনই এসে আমাদের সঙ্গে দেখা করবেন, আপনাকে সাদরে বরণ করে নেব।’

এবারের মৌসুমটা ভালো যাচ্ছে না মেসির। এমএলএসে নিজেদের অর্ধেক ম্যাচে জয় পাওয়া ইন্টার মায়ামি আছে পয়েন্ট টেবিলের ছয়ে। ক্লাব বিশ্বকাপেও প্রথম ম্যাচে আল-আহলির বিপক্ষে ড্র করেছে। গ্রুপে তুলনামূলক শক্তিশালী দুই দলের সঙ্গে ম্যাচ এখনো বাকি মায়ামির। 

আগামী বৃহস্পতিবার পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি। তার আগে বাজ্জোর সঙ্গে দেখা হওয়াটা হয়তো টনিকের কাজ করবে মেসির জন্য।

আজকের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৫ ম্যাচে অপরাজিত ন্যাশভিলে। ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বলের দখল বা আক্রমণেও মায়ামির সঙ্গে সমানতালে পাল্লা দিয়েছে ব্রিয়েন জোসেফ...
আর মাত্র এক ম্যাচ। সে ম্যাচে স্নায়ু ধরে রাখতে পারলেই ইতিহাস গড়বে ইতালি। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে চলে গেছে ইউরোপের দলটি। গতকাল ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী...
কানাডার ক্লাব মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই অদ্ভুত ভুল করে বসেন লিওনেল মেসি! ম্যাচের দ্বিতীয় মিনিটে সতীর্থকে পাস দিতে গিয়ে সুবিধাজনক জায়গায় প্রতিপক্ষ স্ট্রাইকারকে বল তুলে দেন আর্জেন্টাইন...
ইন্তের মিলানে দ্বন্দ্ব মার্তিনেস-চালহানোলুর
আজ ক্লাব বিশ্বকাপ দিয়ে যখন মৌসুম শেষ হলো ইন্তেরের, অধিনায়ক মার্তিনেস এমন দিনে সেই সতীর্থদের ধুয়ে দিলেন যাঁরা তাঁর চোখে ক্লাবে থাকলেও ঠিক মানসিকভাবে দলের সঙ্গে নেই। আর্জেন্টাইন স্ট্রাইকার সোজাসুজিই...
যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.