সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

টাকা দিয়ে খেলোয়াড় কিনছে, তবু বার্সেলোনাকে সতর্ক করে দিল লা লিগা

আপডেট : ১৮ জুন ২০২৫, ০১:৪৪ পিএম

লা লিগার আর্থিক সঙ্গতি নীতি সামলাতে হিমশিম খাওয়া বার্সেলোনা গত মৌসুমে ধকল কম পোহায়নি। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দানি অলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করাতে পারছিল না কাতালানরা। লা লিগা কর্তৃপক্ষের হস্তক্ষেপের জেরে এক পর্যায়ে আদালতেও গড়িয়েছিল বিষয়টি।

নানান ঝড়-ঝাপ্টা সামলে শেষমেষ লিগ কর্তৃপক্ষের বেধে দেওয়া বেতনসীমায় দুজনকে নিবন্ধন করিয়ে মৌসুম শেষ করেছে বার্সা।

নতুন মৌসুম শুরু হতে এখনো মাস দুয়েক বাকি থাকলেও বার্সাকে চোখ রাঙানি দিচ্ছে ক্লাবটির অর্থনৈতিক ভঙ্গুর দশা। লা লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস এ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন কাতালানদের। এক সাক্ষাৎকারে তেবাস জানিয়েছেন, বার্সা এখনো ১:১ আর্থিক নীতিতে ফিরতে পারেনি। এস্পানিওল থেকে গোলকিপার হোয়ান গার্সিয়াকে কিনলেও এখনো রেজিস্ট্রেশন করাতে পারেনি বার্সা। এমনকি কোনো খেলোয়াড়কে বিক্রি না করলে নিকো উইলিয়ামসনকে কেনার সুযোগও দেখছেন না লিগ প্রধান।

১:১ নিয়মে কোনো ক্লাব যদি ১ ইউরো আয় দেখাতে পারে, তবে তারা ঠিক ১ ইউরো পর্যন্ত ব্যয় করতে পারবে। কিন্তু বার্সার আর্থিক অবস্থা এতটাই নাজুক যে, তারা এর মধ্যে ঢুকতে পারেনি। ফলে যেকোনো ব্যয় করার আগে তার চেয়ে বেশি আয় করতে হয় তাদের।

এজন্য গত জানুয়ারিতে অলমো-ভিক্তরদের মতো নিবন্ধন বাতিল হতে বসেছিল। এক পর্যায়ে স্টেডিয়ামের ভিআইপি আসনও বিক্রি দেখাতে হয়েছে বার্সাকে। 

মাঠের বাইরে পরিস্থিতি জটিল হলেও মাঠের পারফরম্যান্সে হানসি ফ্লিকের অধীনে মনে রাখার মতো একটা মৌসুম কাটিয়েছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্তের মিলানের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে বাদ পড়লেও লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকাপ ঠিকই জিতে নেয় ফ্লিকের দল।

স্কোয়াডের শক্তি বাড়াতে মৌসুম শেষ হতেই এস্পানিওল থেকে ২ কোটি ৫০ লাখ ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে গার্সিয়াকে কিনেছে বার্সা। এছাড়া ৬ কোটি ২০ লাখ ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে আথলেটিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকেও দলে টানতে চাচ্ছে লা লিগা চ্যাম্পিয়নরা। যদিও উইলিয়াসমের রিলিজ ক্লজের অর্থ কিস্তিতে পরিশোধ করতে চাইছে ক্লাবটি।

কাতালান ক্লাবটির নতুন এ দুই সাইনিং নিয়ে মন্তব্য করেছেন লিগ সভাপতি তেবাস। গতকাল মঙ্গলবার মাদ্রিদের এসাদে ক্যাম্পাসে প্রথমে গার্সিয়ার নিবন্ধন নিয়ে তেবাস বলেছেন, ‘হোয়ান গার্সিয়াকে কিনে নেওয়ার ঘোষণা দেওয়া ও ওকে নিবন্ধন করানো এক জিনিস নয়। ওদের (বার্সাকে) ভেবে বের করতে হবে- কাকে রেখে কাকে বিক্রি করবে।’

বার্সার যে এখনো ১:১ আর্থিক নিয়মের অধীনে যেতে পারেনি, সেটাও মনে করিয়ে গিয়েছেন তেবাস, ‘আমি অনেক কিছুই শুনি.. যা লেখা হচ্ছে, জানি না এর কোনটা সত্য। বার্সেলোনা এখনো ১:১ নিয়মে ফিরতে পারেনি। আরেকদিন ওরা ঘোষণা দিল, গার্সিয়ার রিলিজ ক্লজ পরিশোধ করেছে। কিন্তু আমি জানি না, তারা আসলেই সেটা করেছে কি না। আমি খুব বেশি কিছু জানি না…’

বার্সা যে এখনো গার্সিয়াকে নিজেদের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করাতে পারেনি, সেটা জোর দিয়েই বলেছেন তেবাস, ‘ওকে (গার্সিয়া) নিবন্ধন করাতে বার্সাকে কিছু কাজ করতে হবে। খুব বেশি না, তবে কিছু করতে হবে। কী করতে হবে, তারা (বার্সা) সেটা আগে থেকেই জানে। আমি সেগুলো বলতে চাচ্ছি না। তবে আমরা সময় সীমাও বেঁধে দিচ্ছি না।

নিকো উইলিয়ামসের বার্সায় যোগদান প্রসঙ্গে তেবাসের ভাষ্য, ‘(চুক্তি হয়েছে কিনা) আমি জানি না। শেষ পর্যন্ত আপনি অনেকের নামই শুনবেন। নিকো উইলিয়ামস তাদেরই একজন… প্রথমত, এখনো নিবন্ধন করানো হয়নি। কিন্তু ওরা এখনো কোনো ধরনের ঝামেলা ছাড়া চুক্তি করার অবস্থায় পৌঁছাতে পারেনি। ওদের আর্থিক কাঠামো এখনো ১:১ নিয়মের অধীনে পড়ে না। নিকোকে পেতে হলে ওদের কাউকে বিক্রি করতে হবে এবং হিসেবের ব্যাপক সমন্বয় করতে হবে।’

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমগুলোর খবর, নতুন খেলোয়াড় টানতে বেশ কয়েকজনকে বিক্রি করার পথে হাঁটছে বার্সা। গুঞ্জন অনুসারে, ফেরমিন লোপেসের ওপর নজর রাখছে বায়ার্ন মিউনিখ। এছাড়া রোনান্ড আরাউহোকেও বিক্রির কথা ভাবছে বার্সা।

তা কী এমন ঘটনা ঘটল যে, নিকো সিদ্ধান্ত বদলে ফেললেন? এ বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন মিগুয়েল গালান। কোচদের প্রশিক্ষণ দেওয়ার সংগঠন সিএনএফই-র সভাপতি অভিযোগ তুলেছেন, লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস পেছন...
বিলবাওয়ে চুক্তি নবায়ন উইলিয়ামসের 
কাতলান ক্লাবের ম্যানেজমেন্ট ও বার্সেলোনার স্প্যানিশ সতীর্থদের সঙ্গে নিকো উইলিয়ামসের সখ্যতা অন্তত তেমন ধারণাই দিচ্ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যমেও নিকোর বার্সায় যোগ দেওয়া সময়ের ব্যাপার বলে জানানো...
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তাঁর ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে কাতালানদের ভিন্ন কিছুর স্বপ্ন দেখিয়েছিলেন আনসু ফাতি। তবে বার্সায় মেসির উত্তরসূরি ভাবা ২২ বছর বয়সী ফাতি লম্বা সময় ধরে ছন্দে নেই। কখনো...
মার্কাস রাশফোর্ড যাবেন কোথায়? সেটা এখনো নিশ্চিত নয়, তবে স্প্যানিশ ইউটিউবার হাভি রুইসের সঙ্গে আলাপে ২৭ বছর বয়সী ইংলিশ তারকা ফরোয়ার্ড তাঁর ইচ্ছার কথাটা জানিয়ে দিয়েছেন। লামিন ইয়ামালের সঙ্গে খেলার...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.