সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সৌদি ক্লাবকেও হারাতে পারল না রেয়াল মাদ্রিদ

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৫১ এএম

ক্লাব বিশ্বকাপে সহজ গ্রুপে পড়েছে রেয়াল মাদ্রিদ। গ্রুপে ইউরোপিয়ান পরাশক্তি নেই, নেই দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের কোনো ক্লাব। হাসতে হাসতে পরের রাউন্ডে চলে যাবে স্প্যানিশ দলটি-এমন চিন্তায় তাই ভুল ছিল না।

কিন্তু প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে মাদ্রিদ। সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরু করেছে ক্লাব বিশ্বকাপ।

কার্লো আনচেলত্তির পর মাদ্রিদের দায়িত্ব পেয়েছেন তাঁরই শিষ্য শাবি আলোনসো। সাবেক মাদ্রিদ মিডফিল্ডারের অধীনে নতুন ঘরানার ফুটবল দেখার অপেক্ষায় ছিল মাদ্রিদ সমর্থকেরা। কিন্তু মাত্র এক সপ্তাহের অনুশীলনেই যে খেলার ধাঁচ বদলে নেওয়া সম্ভব না গতকাল তা স্পষ্ট হয়েছে।

ম্যাচের আগেই ধাক্কা খেয়েছিল মাদ্রিদ। অনুশীলনে চোট পান কিলিয়ান এমবাপ্পে। তাঁর বদলে একাডেমির গন্সালো গার্সিয়া নেমেছিলেন। মাদ্রিদের গোলটি এসেছে তাঁর পায়েই, বক্স উপস্থিতিও দুর্দান্ত ছিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ফেদে ভালভার্দের অনুজ্জ্বল দিনে এমবাপ্পের অভাব পূরণ করা সম্ভব হয়নি গার্সিয়ার পক্ষে।

এই মৌসুমে রক্ষণে ডিন হাউসেন ও ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডকে কিনে এনেছে মাদ্রিদ। কিন্তু তবু রক্ষণ দুর্বলতা কাটেনি। ৩৪ মিনিটে এগিয়ে যাওয়া মাদ্রিদ গোল খেয়ে বসেছে ৭ মিনিট পরই। রাউল আসেনসিওর অযথা ফাউলে পেনাল্টি পেয়ে যায় নেইমারের সাবেক ক্লাব। রুবেন নেভেস দলকে সমতা ফেরাতে ভুল করেননি কোনো।

তবু ম্যাচটি জিতে মাঠ ছাড়তে পারত মাদ্রিদ। কিন্তু যোগ করা সময়ের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভালভার্দে। ম্যাচ শেষে আলোনসো স্বীকার করেছে, তাঁর ফিলোসফিতে মানিয়ে নিতে সময় নেবে মাদ্রিদ, ‘আমরা জানি এসব জিনিসে সময় লাগে, কিছু সূক্ষ্ম বিষয় ঠিক করতে হবে। সবকিছুর জন্যই সময় লাগে। মাত্র নয়দিন হলো আমি এখানে কাজ করছি।’

রক্ষণে মিলিতাও, রুডিগার দীর্ঘমেয়াদি চোটে আছেন। আলাবা, কারভাহাল এখনো মাঠে নামার জন্য উপযুক্ত নন। ওদিকে এমবাপ্পের বদলে নামতে পারতেন যিনি, সেই এন্দরিকও দুই মাসের জন্য মাঠের বাইরে। একাডেমির গার্সিয়াকে নামাতে তাই বাধ্য হন আলোনসো। একটি গোল করলেও তাঁর শট নেওয়ার দুর্বলতা স্পষ্ট বোঝা গেছে। সঠিক সময়ে শট নিতে না পারা, কখনো শটে দুর্বলতার কারণে বেশ কয়েকটি গোল পায়নি মাদ্রিদ।

গ্রুপের অন্য ম্যাচে সালজবুর্গ ২-১ ব্যবধানে হারিয়েছে পাচুকাকে। আগামী রোববার মেক্সিকান ক্লাবের বিপক্ষে নামবে মাদ্রিদ। সে ম্যাচেও এমবাপ্পেকে না পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে নিজের ফিলোসফি যত দ্রুত সম্ভব দলের ফুটবলারদের আত্মস্থ করাতেই হবে নতুন কোচকে। 

 

রেয়াল মাদ্রিদের ডাগআউটে প্রথম বড় পরীক্ষায় পাস করতে পারেননি শাবি আলোনসো। গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে উড়ে গেছে মাদ্রিদ। সে হারের পর আলোনসো, এই ম্যাচ থেকে শিক্ষা...
এর আগে লিওনেল মেসি ২০১৭ সালে বার্সেলোনায় থাকার সময়ে কর ফাঁকির দায়ে ২১ মাসের স্থগিত জেলের শাস্তি পেয়েছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোও স্পেনে কর ফাঁকির দায়ে শাস্তি পেয়েছিলেন ২০১৯ সালে। ব্রাজিল কোচ...
ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ডের অপেক্ষা। দারুণ এক আক্রমণে প্রায় ম্যাচে ফিরেছিল জার্মান ক্লাবটি। কিন্তু অন্তিম মুহূর্তে মার্সেল সাবিৎসারের শট ডানদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন থিবো...
‘ক্লান্ত’ ইতালিয়ান ক্লাবটিকে হারাতে মাদ্রিদকে কম বেগ পেতে হয়নি। বলের দখল আর আক্রমণে মাদ্রিদ এগিয়ে থাকলেও ম্যাচের প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিল ইউভেন্তুস। ৭ম মিনিটে স্প্যানিশ ক্লাবটি আক্রমণ সামলে...
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা ফ্ল্যাট জালিয়াতি মামলা স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাটির...
কিয়েভ সংলগ্ন একটি এলাকায় দুই রুশ গুপ্তচরকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) প্রধান ভাসিল ম্যালইউক। তিনি বলেন, এই দুজন রুশ...
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় জাতীয় পাটির...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.