ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে রেয়াল মাদ্রিদ। সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা মাদ্রিদ তাদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে। ক্লাবটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমবাপ্পে। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, এমবাপ্পের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
গত মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অনুশীলনেও ছিলেন না এমবাপ্পে। তখন জ্বরে আক্রান্ত ছিলেন এই ফরোয়ার্ড।
হাসপাতালে এমবাপ্পেকে কত দিন থাকতে হবে তা এখনো নিশ্চিত জানা যায়নি। গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হলে বমি ও ডায়রিয়া দেখা দিতে পারে।
এমবাপ্পেকে ছাড়াই আল-হিলালের সঙ্গে পয়েন্ট হারানো মাদ্রিদের পরের ম্যাচ আগামী ২৩ জুন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে।