সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এবার ব্রাজিলের ক্লাবের কাছে ধরাশায়ী চেলসি

আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:২৪ এএম

গতকাল শুক্রবার সকালে ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়েছে বোতাফোগো। ব্রাজিলিয়ান সেরি আঁতে পয়েন্ট টেবিলের আটে থাকা ক্লাবটির কাছে ১-০ গোলে হেরে গেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পারি সাঁ জার্মেই (পিএসজি)।

এবার টুর্নামেন্টে চমক দেখিয়েছে আরেক ব্রাজিলের আরেক ক্লাব। গতকাল রাতে প্রিমিয়ার লিগের দল চেলসিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্লামেঙ্গো।

অথচ ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল চেলসির। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে লিয়াম দিলাপের শট ঠেকিয়ে সে যাত্রায় চেলসিকে গোলবঞ্চিত রাখেন ফ্লামেঙ্গোর আর্জেন্টাইন গোলকিপার অগুস্তিন রসি।

বেশিক্ষণ অবশ্য গোলমুখ অক্ষত রাখতে পারেননি ফ্লামেঙ্গো গোলকিপার। ৭ মিনিট পর প্রায় মধ্যমাঠ থেকে একাই বল টেনে চেলসিকে এগিয়ে (১-০) দেন পেদ্রো নেতো।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য একবার গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল ফ্লামেঙ্গো। গোললাইন থেকে ক্লিয়ার করে চেলসিকে রক্ষা করেন ইংলিশ ডিফেন্ডার লেভি কলউইল। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এনসো মারেসকার দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ পাল্টে দেয় ফ্লামেঙ্গো। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে চেলসির রক্ষণ। তেমনই এক আক্রমণে ৬১ মিনিটে প্রায় ম্যাচে ফিরেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। তবে গনসালো প্লাতার শট কোনোমতে বারের ওপর দিয়ে পার করে দেন চেলসি গোলকিপার রবের্ত সানচেস।

পরের মিনিটেই ম্যাচে ফেরে ফ্লামেঙ্গো। ডানপ্রান্ত থেকে গেরসনের ক্রসে হেড করেন প্লাতা। কলম্বিয়ান স্ট্রাইকারের হেড দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। চেলসি গোলকিপার লাফিয়েছিলেন বটে, কিন্তু বলের নাগাল পাননি। এই সুযোগে পা লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন ব্রুনো এনরিকে।

এর ৩ মিনিট পর আবারও গোলের দেখা পায় ফ্লামেঙ্গো। এবার ব্রুনো এনরিকের হেডে পা লাগিয়ে ব্রাজিলের ক্লাবটিকে এগিয়ে (২-১) নেন দানিলো।

এ ধাক্কার রেশ কাটতে না কাটতেই ৩ মিনিট পর আরও একটি বড় ধাক্কা খায় চেলসি। এবার ব্রাজিলিয়ান লেফটব্যাক আরতন লুকাসকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন নিকোলাস জ্যাকসন।

১০ জনে পরিণত হওয়া চেলসি শেষদিকে আর পেরে ওঠেনি। উল্টো ম্যাচের নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে প্লাতার সঙ্গে বল দেওয়া নেওয়া করে চেলসির পেরেকে শেষ পেরেকটি মারেন ওয়ালেস ইয়ান।

এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র- শীর্ষে উঠে গেছে ফ্লামেঙ্গো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। তিনে থাকা এস্পারেন্সের পয়েন্টও সমান ৩। আর চারে থাকা লস অ্যাঞ্জেলস এখনো কোনো পয়েন্ট পায়নি।  

শিরোপামঞ্চে চেলসি খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ট্রফি তুলে দেওয়ার পর খেলোয়াড়েরা যখন ট্রফি হাতে লাফালাফি করার কথা, ট্রাম্প তখনো মঞ্চেই...
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
এর আগে লিওনেল মেসি ২০১৭ সালে বার্সেলোনায় থাকার সময়ে কর ফাঁকির দায়ে ২১ মাসের স্থগিত জেলের শাস্তি পেয়েছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোও স্পেনে কর ফাঁকির দায়ে শাস্তি পেয়েছিলেন ২০১৯ সালে। ব্রাজিল কোচ...
পেদ্রোর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফ্লুমিনেন্সের জার্সিতে। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির মূল দলে ঢোকেন এ স্ট্রাইকার। পরের বছর অবশ্য ফ্লুমিনেন্স ছেড়ে পাড়ি জমান...
৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে...
শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গুণগত শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিসেফের চুক্তি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায়...
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আগামী বুধবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.