গতকাল শুক্রবার সকালে ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়েছে বোতাফোগো। ব্রাজিলিয়ান সেরি আঁতে পয়েন্ট টেবিলের আটে থাকা ক্লাবটির কাছে ১-০ গোলে হেরে গেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পারি সাঁ জার্মেই (পিএসজি)।
এবার টুর্নামেন্টে চমক দেখিয়েছে আরেক ব্রাজিলের আরেক ক্লাব। গতকাল রাতে প্রিমিয়ার লিগের দল চেলসিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্লামেঙ্গো।
অথচ ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল চেলসির। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে লিয়াম দিলাপের শট ঠেকিয়ে সে যাত্রায় চেলসিকে গোলবঞ্চিত রাখেন ফ্লামেঙ্গোর আর্জেন্টাইন গোলকিপার অগুস্তিন রসি।
বেশিক্ষণ অবশ্য গোলমুখ অক্ষত রাখতে পারেননি ফ্লামেঙ্গো গোলকিপার। ৭ মিনিট পর প্রায় মধ্যমাঠ থেকে একাই বল টেনে চেলসিকে এগিয়ে (১-০) দেন পেদ্রো নেতো।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য একবার গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল ফ্লামেঙ্গো। গোললাইন থেকে ক্লিয়ার করে চেলসিকে রক্ষা করেন ইংলিশ ডিফেন্ডার লেভি কলউইল। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এনসো মারেসকার দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ পাল্টে দেয় ফ্লামেঙ্গো। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে চেলসির রক্ষণ। তেমনই এক আক্রমণে ৬১ মিনিটে প্রায় ম্যাচে ফিরেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। তবে গনসালো প্লাতার শট কোনোমতে বারের ওপর দিয়ে পার করে দেন চেলসি গোলকিপার রবের্ত সানচেস।
পরের মিনিটেই ম্যাচে ফেরে ফ্লামেঙ্গো। ডানপ্রান্ত থেকে গেরসনের ক্রসে হেড করেন প্লাতা। কলম্বিয়ান স্ট্রাইকারের হেড দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। চেলসি গোলকিপার লাফিয়েছিলেন বটে, কিন্তু বলের নাগাল পাননি। এই সুযোগে পা লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন ব্রুনো এনরিকে।
এর ৩ মিনিট পর আবারও গোলের দেখা পায় ফ্লামেঙ্গো। এবার ব্রুনো এনরিকের হেডে পা লাগিয়ে ব্রাজিলের ক্লাবটিকে এগিয়ে (২-১) নেন দানিলো।
এ ধাক্কার রেশ কাটতে না কাটতেই ৩ মিনিট পর আরও একটি বড় ধাক্কা খায় চেলসি। এবার ব্রাজিলিয়ান লেফটব্যাক আরতন লুকাসকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন নিকোলাস জ্যাকসন।
১০ জনে পরিণত হওয়া চেলসি শেষদিকে আর পেরে ওঠেনি। উল্টো ম্যাচের নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে প্লাতার সঙ্গে বল দেওয়া নেওয়া করে চেলসির পেরেকে শেষ পেরেকটি মারেন ওয়ালেস ইয়ান।
এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র- শীর্ষে উঠে গেছে ফ্লামেঙ্গো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। তিনে থাকা এস্পারেন্সের পয়েন্টও সমান ৩। আর চারে থাকা লস অ্যাঞ্জেলস এখনো কোনো পয়েন্ট পায়নি।