ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি স্যামুয়েল ইতোর সঙ্গে ঝামেলা হওয়ায় ১৩ হাজার পাউন্ড জরিমানা হয়েছে হয়েছে ক্যামেরুনিয়ান ফুটবলার ইউনিয়নের সভাপতি জেরেমির। সে সঙ্গে ফুটবল থেকে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় দলের সাবেক দুই সতীর্থের মধ্যে ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনস চলাকালে বড় ধরনের ঝামেলা হয়েছিল। বলা হচ্ছে ঝগড়ার একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা এসে জেরেমিকে সরিয়ে নিয়ে যান। এ ঘটনায় তাঁর সহকারী ড্যানিয়েল ব্লেইজ এনগোসকেও ৬ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে এবং দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেরেমি এই শাস্তির বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী বিবৃতিতে ক্যামেরুনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘সিনাফোকের (ফুটবলারদের ইউনিয়ন) সভাপতি জেরেমি সোরেল নিতাপ আচরণবিধি ভাঙার দোষে দোষী সাব্যস্ত হয়েছেন। পাঁচ বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে তাঁকে নিষিদ্ধ করা হচ্ছে, সে সঙ্গে ১ কোটি ওয়েস্ট আফ্রিকা ফ্রাঁ জরিমানা করা হচ্ছে। লিখিত আপিল করার জন্য ১০ দিন সময় দেওয়া হচ্ছে তাঁকে।’
জোসে মরিনিওর অধীনে চেলসির হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন জেরেমি। এর আগে রেয়াল মাদ্রিদের জার্সিতে দুটি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। ২০০০ সালে বালন দ’র এর সংক্ষিপ্ত তালিকাতেও ছিল রাইট মিডফিল্ডারের।
মজার ব্যাপার, ওই সময়টায় মাদ্রিদে ছিলেন স্যামুয়েল ইতোও। তবে মাদ্রিদ ছেড়ে পরে বার্সেলোনার কিংবদন্তীতে পরিণত ভন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। ২০০৯ সালে বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছিলেন তিনি। পরের বছর মরিনিওর অধীনে ইন্তের মিলানোর হয়েও জিতেছিলেন ট্রেবল!