যা আগে কখনো পারেনি, তা করার দ্বারপ্রান্তে চলে গিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইয়াঙ্গুনে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলার হাত থেকে মাত্র এক পয়েন্ট দূরে বাংলাদেশ।
আজ এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা।
সেই সঙ্গে দুই ম্যাচ থেকে দুই জয় নিয়ে গ্রুপে সবার শীর্ষে বাংলাদেশ। পরের ম্যাচে তুর্কেমেনিস্তানের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পেয়ে যাবে বাংলাদেশের মেয়েরা।
স্বাগতিকদের মাঠে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। যদিও মাঠের দর্শকদের সমর্থন সবটাই ছিল স্বাগতিকদের। কিন্তু প্রথমার্ধের ১৮ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় সুযোগ। পুরো থুউন্না স্টেডিয়ামকে স্তব্ধ করে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশকে এগিয়ে নেন। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত স্কোরলাইন সমান করার অনেক চেষ্টা করেও পারেনি মিয়ানমার।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৭১তম মিনিটে ফের সেই ঋতুপর্ণা চাকমাই বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে মিয়ানমার এক গোল পরিশোধ করলেও তা স্বাগতিকদের হার এড়াতে পারেনি।