সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মেয়েদের এশিয়ান কাপ বাছাইপর্ব

তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম

মূল পর্ব খেলার টিকিট মিয়ানমারকে হারানোর পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশের মেয়েদের সামনে দুটি রাস্তা ছিল – একটিতে আজই অপেক্ষা শেষ হয়ে যেত, অন্যটির জন্য অপেক্ষা করতে হতো আগামী ৫ জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। বাংলাদেশের মেয়েদের ইতিহাস গড়ার জন্য ঘণ্টা দুয়েকের বেশি অপেক্ষা করতে হলো না। 

মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্বে কিছুক্ষণ আগে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ২-২ গোলে ড্র হলো, তাতেই নিশ্চিত হয়ে গেল, আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমারা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের সুযোগ পাওয়ার ঘটনা এটিই প্রথম। 

আজ বিকেলে র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে গ্রুপে সবার ওপরে উঠে যায় বাংলাদেশ। ঋতুপর্ণাদের সামনে তখন সমীকরণ ছিল দুটি। এক, সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হলেই আর কোনো অপেক্ষায় থাকতে হবে না, বাংলাদেশের মূল পর্বে জায়গা নিশ্চিত। আর আজ সন্ধ্যার ম্যাচটিতে র‍্যাঙ্কিংয়ে ৯২তম বাহরাইন তাদের চেয়ে ৪৯ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতে গেলে তখন বাংলাদেশের জন্য একটু কাজ বাকি থাকত, সে ক্ষেত্রে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে অন্তত ড্র করতে হতো বাংলাদেশকে। অবশ্য সেদিন হেরে গেলেও সমীকরণের মারপ্যাঁচে সুযোগ থাকত।

গোলের পর ঋতুপর্ণাদের উল্লাস। ছবি: এএফসি
 
অত মারপ্যাচের, এত অপেক্ষার আর দরকারই হলো না। ৮৩ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানই দুবার এগিয়ে গিয়েছিল ৮৪ ও ৮৯ মিনিটে গোল করে, তবে ৮৭ মিনিটের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে কোনোরকমে সমতা ধরে রাখে বাহরাইন।
 
এতে বাংলাদেশকে আর আটকে রাখা গেল না। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট বাংলাদেশের। এই মুহূর্তে মিয়ানমারের পয়েন্ট ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে – গোলব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় বাহরাইন। 

গ্রুপের শেষ দিনে মিয়ানমার-বাহরাইন ম্যাচে মিয়ানমার জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। ওদিকে এ পর্যন্ত দুই ম্যাচে ৯ গোল দেওয়ার বিপরীতে মাত্র এক গোল খাওয়া বাংলাদেশের বিপক্ষে যদি সব হিসেবনিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুই ম্যাচেই ১০ গোল খাওয়া তুর্কমেনিস্তান জিতেও যায়, তখন বাংলাদেশের পয়েন্টও ৬-ই থাকবে। তবে পয়েন্টে সমতার ক্ষেত্রে যেহেতু মুখোমুখি লড়াইয়ের ফলই প্রথমে বিবেচ্য, সে ক্ষেত্রে বাংলাদেশই গ্রুপ সেরা হবে! 

২০২৬ সালের ৩ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে মেয়েদের ২১তম এশিয়ান কাপ। ১২ দলের এই টুর্নামেন্টে বাছাইপর্ব থেকে ৮ গ্রুপের সেরা আট দল সুযোগ পাবে, বাছাইপর্ব থেকে বাংলাদেশই সবার আগে টুর্নামেন্টে সুযোগ পাওয়া নিশ্চিত করল। স্বাগতিক অস্ট্রেলিয়া তো আছেই, এর পাশাপাশি সর্বশেষ এশিয়ান কাপের সেরা তিন দল চীন, জাপান ও সাউথ কোরিয়া বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়ে গেছে মূল পর্বে।

 

অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফে আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ গোলে ভাসানো বাংলাদেশের তরুণীরা গত কিছুদিনে বাংলাদেশের মেয়েদের ফুটবলের আত্মবিশ্বাসের জোর দেখিয়ে দিলেন। দেখিয়ে দিলেন, বাংলাদেশ জয় ছাড়া কিছু বুঝতে...
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ বিদায় নিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটও যেন ডুবছে। উদ্ধারকারী হিসেবে ফুটবলের মতো এখানেও একজন হামজা চৌধুরীর দরকার বলে মনে করেন আকরাম খান।
গভীর রাতে সংবর্ধনায় পিটার বাটলার
জাতীয় দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় গতকাল রাত দুইটার দিকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে ঋতুপর্ণা-আফঈদারা যখন হাতিরঝিলে পৌঁছান, ততক্ষণে ঘড়ির কাটা তিনটা পেরিয়ে গেছে। হাতিরঝিলের...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.