সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বিয়ে করেছিলেন দুই সপ্তাহ আগে, ২৮ বছর বয়সে মৃত্যু রোনালদো সতীর্থের

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৩:০৩ পিএম

লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছে। দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকাকে বিয়ে করা এই ফরোয়ার্ডের গাড়ি স্পেনের উত্তরাঞ্চলের এক সড়কে দুর্ঘটনায় পড়েছিল বলে জানা গেছে। 

গাড়িতে তাঁর দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আন্দ্রেরও। 

ডেইলি মেইল বলছে অন্য এক গাড়িকে ওভারটেক করার সময় দিয়েগোর ল্যাম্বরগিনির চাকা ফেটে যায়। গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে এবং গাড়িতে আগুন ধরে যায়। দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী ও তাঁর তিন সন্তানের মা রুত কারদোসোকে বিয়ে করেছেন দিয়েগো। 

বলা হচ্ছে স্পেনের জামোরা অঞ্চলের এ ফিফটি রুটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পর্তুগাল থেকে স্পেনে যাওয়ার পথে এ সড়কটি বেশি ব্যবহৃত হয়।

কাস্তিয়া ও লিওন অঞ্চলের জরুরি বিভাগ এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে এক বিবৃতিতে, ‘জামোরার কেরনাদিয়া শহরতলীর কাছে এ ফিফটি টুর ৬৫ কিলোমিটারে একটি দুর্ঘটনার ব্যাপারে বেশ কয়েকটি ফোন করা হয়েছিল। দুর্ঘটনায় একটি গাড়ির কথা বলা হয়েছ এবং সেটিতে আগুন ধরে গিয়েছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মমবুয়ে হেলথ সেন্টার থেকে একটি মেডিক্যাল ইমার্জেন্সি ইউনিট ও প্রাইমারি কেয়ার মেডিক্যাল স্টাফ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থলে দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো প্রোয়েনকাও নিশ্চিত করেছেন দিয়েগোর মৃত্যুর খবর, ‘আজ সকালে স্পেনে দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুর খবরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগালের পুরো ফুটবল কমিউনিটি শোকাহত।’

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪ কোটি ৪৭ লাখ ইউরোতে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। একটি প্রিমিয়ার লিগ জয়ের পথে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। পর্তুগালের জার্সিতেও ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল, জিতেছেন দুটি নেশনস লিগ।  

জোতার শেষকৃত্যে না গিয়ে সমালোচিত দিয়াস
আজ পর্তুগালের গন্দোমারে জোতা ও সিলভার শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভারপুল, পর্তুগাল জাতীয় দলের প্রায় সব সদস্য। ক্রিস্টিয়ানো রোনালদো যাননি তাঁর উপস্থিতিতে অযথা ভিড় হবে ভেবে। ওদিকে গতকাল...
জোতার মৃত্যুতে শোক রোনালদোর 
মাত্র ২৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জোতা ও তাঁর দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা মৃত্যুবরণ করেছেন। জোতার হৃদয়বিদারক মৃত্যু পর্তুগাল জাতীয় দলে তাঁর সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে বিমর্ষ না...
ক্যারিয়ারে এটি ছিল মেসির ৬৮তম ফ্রি-কিক গোল। আর মায়ামির জার্সিতে এ নিয়ে ৫০বার গোল উদযাপন করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এমএলএসের ক্লাবটির হয়ে ৬১তম ম্যাচে এসে এ মাইলফলক ছুঁলেন মেসি। এর আগে বার্সেলোনার...
ইউরোপের ফুটবলে দলবদলবিষয়ক খবরের জন্য বিখ্যাত প্রায় সব সাংবাদিকই জানিয়ে রেখেছিলেন, ফ্লোঘিয়ান ভিয়ের্তশকে পেতে রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের আগ্রহ থাকলেও দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.