লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছে। দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকাকে বিয়ে করা এই ফরোয়ার্ডের গাড়ি স্পেনের উত্তরাঞ্চলের এক সড়কে দুর্ঘটনায় পড়েছিল বলে জানা গেছে।
গাড়িতে তাঁর দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আন্দ্রেরও।
ডেইলি মেইল বলছে অন্য এক গাড়িকে ওভারটেক করার সময় দিয়েগোর ল্যাম্বরগিনির চাকা ফেটে যায়। গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে এবং গাড়িতে আগুন ধরে যায়। দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী ও তাঁর তিন সন্তানের মা রুত কারদোসোকে বিয়ে করেছেন দিয়েগো।
বলা হচ্ছে স্পেনের জামোরা অঞ্চলের এ ফিফটি রুটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পর্তুগাল থেকে স্পেনে যাওয়ার পথে এ সড়কটি বেশি ব্যবহৃত হয়।
কাস্তিয়া ও লিওন অঞ্চলের জরুরি বিভাগ এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে এক বিবৃতিতে, ‘জামোরার কেরনাদিয়া শহরতলীর কাছে এ ফিফটি টুর ৬৫ কিলোমিটারে একটি দুর্ঘটনার ব্যাপারে বেশ কয়েকটি ফোন করা হয়েছিল। দুর্ঘটনায় একটি গাড়ির কথা বলা হয়েছ এবং সেটিতে আগুন ধরে গিয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মমবুয়ে হেলথ সেন্টার থেকে একটি মেডিক্যাল ইমার্জেন্সি ইউনিট ও প্রাইমারি কেয়ার মেডিক্যাল স্টাফ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থলে দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।’
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো প্রোয়েনকাও নিশ্চিত করেছেন দিয়েগোর মৃত্যুর খবর, ‘আজ সকালে স্পেনে দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুর খবরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগালের পুরো ফুটবল কমিউনিটি শোকাহত।’
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪ কোটি ৪৭ লাখ ইউরোতে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। একটি প্রিমিয়ার লিগ জয়ের পথে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। পর্তুগালের জার্সিতেও ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল, জিতেছেন দুটি নেশনস লিগ।