লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে বিশ্ব ফুটবলে। মাত্র ২৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জোতা ও তাঁর দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা মৃত্যুবরণ করেছেন। জোতার হৃদয়বিদারক মৃত্যু পর্তুগাল জাতীয় দলে তাঁর সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে বিমর্ষ না করে তো পারে না! শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন পর্তুগিজ যুবরাজ।
এই তো দিন কয়েক আগেই জোতার সঙ্গে নেশনস লিগের শিরোপা জয়ের উল্লাস করেছিলেন রোনালদো। সেই সতীর্থের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সিআর সেভেন।
ইনস্টাগ্রামে জোতাকে নিয়ে রোনালদো লিখেছেন, ‘কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না! এই তো সেদিন আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, এই সেদিনই তুমি বিয়ে করলে। তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তানেরা… ওদের গভীর সমবেদনা জানাই। পৃথিবীর সমস্ত শক্তি ওদের এই শোক সইবার সহায় হোক। জানি তুমি সবসময় তাদের (পরিবার) সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের খুব মিস করব।’
জোতার মৃত্যুতে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে শুরু করে বিশ্ব ফুটবলের শত ক্লাব আর হাজারো তারকা সমবেদনা জানিয়েছেন।
পর্তুগিজ এই ফরোয়ার্ডের সড়ক দুর্ঘটনাটি স্পেনের উত্তরাঞ্চলের জামোরা অঞ্চলের এ ফিফটি রুটের কাছে ঘটেছে বলে জানা গেছে।
ডেইলি মেইল তাদের এক প্রতিবেদন দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলছে, অন্য এক গাড়িকে ওভারটেক করার সময় জোতার ল্যাম্বরগিনির চাকা ফেটে যায়। গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে এবং গাড়িতে আগুন ধরে যায়। দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী ও তাঁর তিন সন্তানের মা রুত কারদোসোকে বিয়ে করেছিলেন জোতা।