ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এবার প্রাণ হারিয়েছেন আরও এক ফুটবলার। গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাসাতে ইসরায়েলের বিমান হামলায় আহত হয়ে পরবর্তীতে মারা গেছেন মোহান্নাদ আল লেলে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশেন তাঁর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এটি জানিয়েছে।
দেশটির সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত সোমবার ইসরায়েলি ক্ষেপনান্ত্র থেকে ছোড়া ড্রোন আল লেলের বাসায় আঘাত হানে। ওই হামলায় মাথায় গুরুতর আঘাত পান লেলে এবং তাঁর মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণ হয়। ওয়াফা আরও উল্লেখ করেছে, কয়েকদিন ধরে চিকিৎসা চালিয়ে গেলেও খুব একটা লাভ হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেলে।
সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সতীর্থ মোহাম্মদ আল শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘প্রতিদিন আমরা নতুন কোনো অ্যাথলেটকে হারাই। আমি হতে পারি পরের জন। আল মাগাজিতে খেলা আমার সতীর্থ আল লেলে শরণার্থী শিবিরে তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে মারা গেছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াবিদ মৃত্যুর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫, এর মধ্যে ফুটবলারই মারা গিয়েছে ২৬৫ জন।
উল্লেখ্য, গতকাল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়েগো জোতা। এছাড়া ইউরোপিয়ান স্টক চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে মারা গেছেন মোটোজিপি ২০ বছর বয়সী তারকা বোরজা গোমেজ।