বিয়ে করেছেন দুই সপ্তাহও হয়নি। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার দিয়েগো জোতা। পর্তুগিজ ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে।
সমর্থকেরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ প্রকাশ করছেনই। বাদ থাকেননি ফুটবলাররাও। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি থেকে শুরু করে বিভিন্ন দেশের ফুটবলার ও ক্লাব শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছে।
তবে শোক প্রকাশ করেই থেকে থাকেননি সমর্থকেরা। পাশাপাশি জোতার সম্মানার্থে তাঁর পরিহিত ২০ নম্বর জার্সিকে তুলে রাখার আহ্বান জানাতে থাকেন। সমর্থকদের এ দাবি মেনে নিয়েছে লিভারপুল। ২০ নম্বর জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিভারপুলের একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘প্রিমিয়ার লিগ আর নেশনস লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর জোতার জীবনের নিষ্ঠুর পরিসমাপ্তি হয়েছে। লিভারপুলের ২০২৪-২৫ মৌসুমের লিগ শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জোতা। এটি ছিল ক্লাবের ২০তম লিগ শিরোপা। আর তাঁর অবদানের জন্য ২০ নম্বর জার্সি লিভারপুলে অমর হয়ে থাকবে।’
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে উলভ ছেড়ে লিভারপুলে যোগ দেন জোতা। সেই থেকে অলরেডদের জার্সিতে ১৮২ ম্যাচ খেলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এ সময় ৬৫ গোল করার পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছেন জোতা। লিভারপুলের জার্সিতে জোতা শেষ গোলটি করেছেন গত এপ্রিলে। এভারটনের বিপক্ষে জোতার করা একমাত্র গোলেই ম্যাচটা জিতেছিল অল রেড।
লিভারপুলকে ২০তম লিগ শিরোপা এনে দেওয়ার পর জোতা বলেছিলেন, ‘ছোটবেলা থেকে এ লিখে খেলার স্বপ্ন দেখতাম আমি। কয়েক বছর ধরেই এ শিরোপার পেছনে ছুটছি। অবশেষে এ মৌসুমে তা পেয়ে গেলাম। এটা চিরস্মরণীয় এক মুহূর্ত।’
এবার জোতাকে চিরস্মরণীয় করে রাখার ব্যবস্থা করল লিভারপুল!