সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয়যাত্রা চলছেই। লাতিন আমেরিকার দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে চারটি দল অংশ নিয়ে চারটিই উঠেছিল শেষ ষোলোতে। এর মধ্যে শেষ ষোলো থেকে দুটি দল বাদ পড়লেও দুটি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

আর টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে ব্রাজিলের ক্লাবটি। এর মধ্যে ১৮ মিনিটে বক্সের ঠিক মাথা থেকে নেওয়া নোনাতোর শট অল্পের জন্য বেরিয়ে যায়। সে যাত্রায় না হলেও ৪০ মিনিটে গিয়ে সফল হয় রেনাতো গাউচোর শিষ্যরা। ডান প্রান্ত থেকে হিলালের বক্সের ভেতর ক্রস করেছিলেন সামুয়েল হ্যাভিয়ের। কিন্তু ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ফ্লুমিনেন্স স্ট্রাইকার হেরমান কানো।

আর্জেন্টাইন ৩৭ বছর বয়সী এ স্ট্রাইকারের মাথায় বল লেগে দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেটা ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের লেফটব্যাক গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পায়ে বল তুলে দেন আল হিলালের পর্তুগিজ রাইট উইঙ্গার জোয়াও ক্যান্সেলো। সেখান থেকে বক্সের ভেতর মার্তিনেল্লির দিকে কাটব্যাক করেন ফুয়েন্তেস। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন মার্তিনেল্লি।

গোল হজম করে আড়মোড়া ভাঙে হিলালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলিঙ্কোভিচ-স্যাভিচের ফ্রি-কিকে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন কৌলিবালি। কিন্তু হিলালের সেনেগালিস সেন্টারব্যাকের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্লুমিনেন্স গোলকিপার ফাবিও।

একটু পরে বক্সের ভেতর মার্কোস লেওনাদ্রোকে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল হিলাল। কিন্তু ভিএআর যাচাইয়ে সেটা পক্ষে যায়নি সৌদি ক্লাবটির। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিমিওনে ইনজাগির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় হিলাল। ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে কৌলিবালির হেড লেওনাদ্রোর পায়ে আটকালেও ফিরতি প্রচেষ্টায় সেখান থেকেই গোল করেন লেওনাদ্রো।

তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে হ্যাভিয়েরের পাসে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে হিলালের জালে বল জড়ান হারকিউলিস। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর ফ্লুমিনেন্সকে এনে দেয় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ হবে চেলসি-পালমেইরাস ম্যাচের জয়ী দল।

হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পেদ্রোর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ফ্লুমিনেন্সের জার্সিতে। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাবটির মূল দলে ঢোকেন এ স্ট্রাইকার। পরের বছর অবশ্য ফ্লুমিনেন্স ছেড়ে পাড়ি জমান...
মারেসকা আলোচনাটা করছিলেন একটা ক্লান্তিকর মৌসুমের শেষে চেলসির মতো ইউরোপের দলগুলোর এই ক্লাব বিশ্বকাপে খেলতে হওয়া নিয়ে। এর সঙ্গে তিনি তুলনা টানছিলেন ব্রাজিলের ও লাতিন আমেরিকার দলগুলোর। তা করতে গিয়েই...
চেলসির জয়সূচক গোলটাকে উপহার বলা যায় কেন? ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পালমার-এনসো ফের্নান্দেসের পা ঘুরে শেষ পর্যায়ে বক্সের ভেতর বল পান মালো গুস্তো। একটু এগিয়ে...
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর সহিংসতা সৃষ্টি হলে আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান...
দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট, গাছপালা ডুবে গেছে দেশের কয়েকটি প্রদেশ। দুই জনের মৃত্যু হয়েছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে এক হাজার বাসিন্দাকে। বৃহস্পতিবার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে...
রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য রড বাঁকা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অচেতন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.