সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

দল ছাড়ার এক সপ্তাহ পেরোনোর আগেই উঠল ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম

আর্সেনালের সাবেক মিডফিল্ডার ও ঘানার অধিনায়ক থমাস পার্তের বিপক্ষে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছে মেট্রোপলিটন পুলিশ। ৩২ বছর বয়সী এ ডিফেন্ডিং মিডফিল্ডারের বিপক্ষে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এ ঘটনাগুলো সংঘঠিত হয়েছে। পার্তের বিপক্ষে এক নারী দুবার ধর্ষণের অভিযোগ এবং অপর নারী তিনবার ধর্ষণের অভিযোগ তুলেছেন। এছাড়া আরেক নারী একবার যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।

তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পার্তের বিপক্ষে প্রথম ধর্ষণের অভিযোগ পান ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সে সময় আর্সেনাল তারকার বিরুদ্ধে তদন্ত শুরু করে গ্রেটার লন্ডনের আওতাধীন সংস্থাটি। সে সময় এ নিয়ে প্রতিবেদনও বের হয়েছিল।

তখন নাম না প্রকাশ করে বলা হয়েছিল, আর্সেনালের এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। তখন নাম জানানো না হলেও, বেশ লম্বা একটা সময় আর্সেনালের ম্যাচে পার্তের অনুপস্থিতিতে সবাই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন।  

পার্তের আইনজীবী জেনি উইল্টশায়ার ব্রিটেন প্রেস অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পার্তে। ঘানার অধিনায়ক আরও জানিয়েছেন, এসব অভিযোগ থেকে নিজের নাম মুক্ত করার সুযোগ এসেছে এবার। সে কারণে আগামী ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন।

২০২০ সালে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে সাড়ে চার কোটি পাউন্ডে আর্সেনালে নাম লেখান পার্তে। ইংলিশ ক্লাবটি নতুন করে চুক্তি নবায়ন না করায় গত সোমবার আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ঘানা অধিনায়কের। সাবেক ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করতে চায়নি আর্সেনাল।

ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে ইএসপিএনকে বলা হয়েছে, ‘তাঁর চুক্তি গত ৩০ জুন শেষ হয়েছে। যেহেতু এটা চলমান আইনি প্রক্রিয়া, তাই ক্লাব এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।’

ক্লাব কোনো মন্তব্য করতে রাজি না হলেও এ ব্যাপারে তথ্য চেয়ে সহযোগিতা চেয়েছে গোয়েন্দা পুলিশ। পার্তের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ সুপারিটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি এক বিবৃতিতে বলেছেন, ‘সামনে এসে সাহস করা যেসব নারী কথা বলেছেন, তাদের সহযোগিতা করাই আপাতত আমাদের অগ্রাধিকার। কেউ এ ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে থাকলে, কিংবা কারও কাছে কোনো তথ্য থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

আর্সেনাল হেরে গেছে চ্যাম্পিয়নস লিগে
ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ার পরই আর্সেনালের সম্ভাবনা কমে গিয়েছিল। গতকাল পারি সাঁ জার্মেইয়ের বিপক্ষে দ্বিতীয় লেগেও হেরে গেছে আর্সেনাল। ২-১ ব্যবধানের (দুই লেগ...
ম্যাচটা সান্তিয়াগো বার্নাব্যু বলেই যা একটু আশা ছিল, না হলে প্রথম লেগে ৩-১০ গোলে হেরে যাওয়ার পরই রেয়াল মাদ্রিদের সম্ভাবনা শেষ বলে ধরে নেওয়া উচিত ছিল। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে...
আগামীকাল চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হেরে বসেছে মাদ্রিদ। তাই স্প্যানিশ পরাশক্তিকে অনেকেই বাদ বলে ধরে নিচ্ছে। তবে মাদ্রিদ...
প্রথম ফুটবলার হিসেবে ইউরোপ সেরার মঞ্চে নকআউটে একই ম্যাচে সরাসরি ফ্রি-কিক থেকে জোড়া গোল করেছেন রাইস। গোলদুটো এতটাই নিখুঁত ছিল যে, কোর্তোয়ার আসলে কিছু করার ছিল না। রেয়াল মাদ্রিদ গোলকিপার ঝাঁপিয়েছিলেন...
রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য রড বাঁকা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অচেতন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.