ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে আগেই। আজ এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে গোলউৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে ঋতুপর্ণা চাকমারা।
আগেই ধারণা ছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে গোলউৎসব করতে পারে বাংলাদেশ। বাছাই পর্বে 'সি' গ্রুপের অন্যতম দুর্বল শক্তির দলকে পেয়ে তা-ই করেছে বাংলাদেশের মেয়েরা। যদিও ম্যাচের স্কোর লাইন আরও বাড়তে পারত।
ম্যাচের প্রথমার্ধের তৃতীয় মিনিটেই বাংলাদেশকে গিয়ে নেন স্বপ্না রানী। এক গোলের লীড পাওয়া বাংলাদেশ পরের দশ মিনিটে আরও দুই গোল করে। এবার জোড়া গোল করেন শামসুন্নাহার।
তিন গোলে পিছিয়ে পড়া তুর্কমেনিস্তান যেন নিজেদের হারিয়ে খুঁজেছে। ম্যাচের ঘড়ির কাঁটা ২০ মিনিটে না যেতেই বাংলাদেশ আরো ৩ গোলে করে স্কোরলাইন নিয়ে যায় ৬-০-তে।
ম্যাচের ১৬ মিনিটে মনিকার গোল। ১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। ৫ গোল খাওয়ার পর ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তুর্কমেনিস্তানের কোচ। তাতেও কাজ হয়নি। ২০তম মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০।
প্রথমার্ধের শেষ দিকে ঋতুপর্ণার দ্বিতীয় গোলে ৭-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। পিটার বাটলারের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আরেক বার গোলবন্যায় ভাসাবে প্রতিপক্ষকে তা অনেকেই ধারণা করেছিলেন। তবে আর সম্ভব হয়নি, গোলশূন্য শেষ ম্যাচের বাকি ৪৫ মিনিট।
কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে তুর্কমেনিস্তান নিজেদের রক্ষণ সামলেছে দারুণভাবে। যদিও বাংলাদেশের ফরোয়ার্ডরা একাধিক সুযোগ হাতছাড়া করেছে। ৭-০ গোলের বিশাল জয়ে অস্ট্রেলিয়ার মূল পর্বের টিকিট সঙ্গে নিয়েই মিয়ানমার মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা।