সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

গোল করলেন, গোল করালেন, গোল খাওয়ালেন- সবই দেখালেন মেসি

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ‘ঐতিহাসিক’ যাত্রা থেমেছে শেষে ষোলোতে। পিএসজির কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সপ্তাহখানেক পর আজ সকালে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে নামে ফ্লোরিডার ক্লাবটি।

কানাডার ক্লাব মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই অদ্ভুত ভুল করে বসেন লিওনেল মেসি! ম্যাচের দ্বিতীয় মিনিটে সতীর্থকে পাস দিতে গিয়ে সুবিধাজনক জায়গায় প্রতিপক্ষ স্ট্রাইকারকে বল তুলে দেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির ভুল পাসে বল পেয়ে অনায়াসে সেটি জালে পাঠান মন্ট্রিয়াল স্ট্রাইকার প্রিন্স ওসেই ওয়ুসু।

পরে অবশ্য এর প্রায়শ্চিত্ত করেছেন মেসি। নিজে দুটি দারুণ গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। মেসিময় ম্যাচে শেষ পর্যন্ত মায়ামি ম্যাচটা জিতেছে ৪-১ ব্যবধানে।

শুরুতে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। এর মধ্যে ১৫ মিনিটে ইয়র্দি আলবার একটি শট পোস্টে লেগে ফেরত এসেছে। দুবার মেসির প্রচেষ্টা আটকে গেছে মন্ট্রিয়াল রক্ষণে। এছাড়া মেসির একটি পাস গোলে রূপান্তর করতে পারেননি তাদেও আলেনদে।

তবে ৩৩ মিনিটে মেসি-আলেনদে জুটিতেই ডেডলক ভেঙেছে মায়ামি। বুসকেতসের বাড়ানোর বল নিয়ন্ত্রণে নিয়ে সামনে ডান দিকে থাকা আলেনদির দিকে বাড়ান মেসি। সেটা নিয়ন্ত্রণে নিয়ে ডানপ্রান্ত থেকে কাটইন করে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে কাছের পোস্ট দিয়ে জালে বল জড়ান আলেনদে।

৭ মিনিট পর মায়ামিকে লিড এনে দেন মেসি। নিজেদের অর্ধ থেকে বুসকেতসের লম্বা করে বাড়ানো বল মধ্যমাঠের কিছুটা সামনে থেকে হেডে ডানদিকে থাকা মেসির দিকে ঠেলে দেন সুয়ারেস। সে বল পেয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন মেসি। মন্ত্রিয়ালের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে চারজনের মধ্য থেকে বাঁপায়ের শটে স্কোরলাইন ২-১ করেন আর্জেন্টাইন মহাতারকা।

দৃষ্টিনন্দন এ গোল করেই থেমে থাকেননি মেসি। ৬২ মিনিটে আরও একটি গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি । মেসির প্রথম গোলটা যদি দৃষ্টিনন্দন হয়, পরের গোলটা তাঁর সোনালী দিনগুলোকে মনে করিয়ে দেবে! প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘোল খাইয়ে যেভাবে গোলটা করেছেন, কে বলবে, কিছুদিন আগে ৩৮তম জন্মদিনের কেক কেটেছেন মেসি!

মেসি বলটা পেয়েছিলেন মধ্যমাঠের কিছুটা সামনে। সেখান থেকে বক্সের দিকে ছুঁটতে ছুঁটতে ড্রিবল করে পেছনে ফেলেছেন জর্জ ক্যাম্পবেলকে। অবশ্য ক্যাম্পবেল পেছনে আঠার মতো লেগেই ছিলেন। এর সঙ্গে যোগ হয়েছেন পেছন থেকে ছুটে আসা কাদেন ক্লার্ক। আর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ফের্নান্দো আলভারেস। হঠাৎ বাঁদিকে মোড় নিলেন মেসি। মায়ামির তিন ডিফেন্ডার পুরোপুরি বিভ্রান্ত।

মেসিকে ঠেকাতে ছুটে আসা রাইটব্যাক দাউয়িদ বুগাস-ও চেষ্টা চালালেন। কিন্তু তাঁকেও ড্রিবল করলেন মেসি। এরপর বাঁপায়ের জোরালো শটে পরাস্ত করলেন মন্ট্রিয়াল গোলকিপার জোনাথান সিরোইসকে।

মেসির এ গোলের আগে অবশ্য মায়ামি আরও একটা গোল পেয়েছে। ৬০ মিনিটে তাদেও আলেনদের পাসে বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেছেন তেলাস্কো সেগোভিয়া।

শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের বড় জয়ে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি।  তাতে এমএলএসে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।

অবশ্য মায়ামি পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ার যথেষ্ট কারণ আছে! ক্লাব বিশ্বকাপের কারণে এমএলএসে মায়ামির কয়েকটি ম্যাচ স্থগিত হয়েছে। পয়েন্ট টেবিলে তাকালেই সেটা বোঝা যায়। শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ২১ ম্যাচে ৪২। ৪১ ও ৪০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে ন্যাশভিলে ও ফিলাডেলফিয়া ইউনিয়ন। তিনটি দলই মায়ামির চেয়ে ৪টি করে ম্যাচ বেশি খেলেছে।    

লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। আর্জেন্টিনা বনাম স্পেন। জিবে জল এনে দেওয়ার মতো দ্বৈরথের দেখা কবে পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কি না – এ নিয়ে অনেক গুঞ্জনই শোনা গেছে এতদিন। তা ম্যাচের দিনক্ষণ একেবারে...
আজকের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৫ ম্যাচে অপরাজিত ন্যাশভিলে। ফ্লোরিডার চেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বলের দখল বা আক্রমণেও মায়ামির সঙ্গে সমানতালে পাল্লা দিয়েছে ব্রিয়েন জোসেফ...
আগামী বছর হতে যাওয়া ফিফা বিশ্বকাপের অন্যতম সহআয়োজক যুক্তরাষ্ট্র। সরাসরি কিছু না জানালেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে আরেকবার মাঠে নামবেন লিওনেল মেসি, আর্জেন্টাইন সমর্থকেরা সে আশায় বুক...
প্রথমার্ধে মায়ামির সঙ্গে শক্তির পার্থক্যটা স্পষ্ট করেছে ইউরোপ সেরা দলটি। এ সময় মায়ামি বলার মতো কোনো আক্রমণই করতে পারেনি। পিএসজির ১০ শটের বিপরীতে কোনো শটও নিতে পারেনি। আক্রমণ করা তো দূরের কথা,...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। 
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.