সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

মেয়েদের ফুটবল দল

ইতিহাস গড়ে ফেলা মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে রাত আড়াইটায়!

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম

ইতিহাস গড়েছে দলটা, আর তাদের সংবর্ধনায় কিনা মানুষ না থাকার সম্ভাবনা!

র‍্যাঙ্কিংয়ে অনেক অনেক এগিয়ে থাকা মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে আগামী বছরের এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েদের দল। প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পাওয়ার এই ইতিহাস গড়া উদ্‌যাপন গতকালই মেয়েরা করেছেন বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে গুঁড়িয়ে।

কিন্তু সে তো মাঠের উদ্‌যাপন, মাঠের বাইরেও ইতিহাসগড়া এই দলকে সংবর্ধনা তো দিতেই হয়! বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটি দিচ্ছেও, তবে যেভাবে দিচ্ছে তা বিতর্ক না জাগিয়ে পারে না। মিয়ানমার থেকে আজ মধ্যরাতে দেশে ফেরার কথা মেয়েদের দলের, এরপর আজই রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে মেয়েদের সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে!

রাত আড়াইটায় মেয়েদের এভাবে সংবর্ধনা দেওয়া হলে সাধারণ ফুটবলপ্রেমী আর কজনই-বা অত গভীর রাতে সেখানে থাকতে পারবেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবলপাড়ায়। এর আগে সর্বশেষ দুবার সাফ জেতার পর যেখানে ছাদখোলা বাসে করে মেয়েদের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে প্রথমবার এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করার পর কিনা গভীর রাতে দেওয়া হবে সংবর্ধনা!

কেন এভাবে তড়িঘড়ি করে মধ্যরাতে সংবর্ধনার আয়োজন? জানা গেছে, মেয়েদের এই দলের দুই তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা আগামীকাল সকালেই আবার ভুটানে লিগ খেলতে যাওয়ার জন্য বিমান ধরবেন। তাঁদের বাইরে আরও তিন নারী ফুটবলার দু-তিন পর রওনা দেবেন ভুটানের উদ্দেশে। পুরো দলকে একসঙ্গে অনেকদিন পাওয়া যাবে না বলেই এভাবে আজ রাতেই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

কিন্তু এর উল্টো পিঠেও প্রশ্ন ওঠে। ভুটানের লিগ শেষ করে মেয়েরা ফেরার পর পুরো দলকে সংবর্ধনা দেওয়ার সুযোগ ছিল কি না, সে নিয়েও আলোচনা ফুটবলপাড়ায়।

ইতিহাস গড়া বাছাইপর্ব শেষে বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে রওনা দিয়েছে। সেখান থেকে থাইল্যান্ডে যাত্রাবিরতির পর মেয়েদের বহনকারী বিমানের বাংলাদেশে পা রাখার কথা রাত ১২টার দিকে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বের হতে হতেই রাত ১-১.৩০টার মতো বেজে যাওয়ার কথা। বিমানবন্দর থেকেই মেয়েদের হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

মেয়েদের এভাবে তড়িঘড়ি করে সংবর্ধনা দেওয়ার সময়ে প্রশ্ন উঠছে মেয়েদের সাফ জয়ের পর প্রতিশ্রুত বোনাসের টাকা নিয়েও। সে সময়ে টানা দ্বিতীয়বার সাফজয়ী মেয়েদের দলকে ১ কোটি ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। সাত মাস পেরিয়ে গেছে এরপর, এখনো বোনাস হাতে পাননি মেয়েরা। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর এখনো মেয়েদের দলের জন্য কোনো বোনাসের ঘোষণা আসেনি।

তা মার্তাদের ক্ষোভের কারণ কী? টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো অনুশীলন কিংবা ওয়ার্ম আপের জন্য বড় মাঠ পাচ্ছে না। পরিবর্তে তাদের সংকীর্ণ ইনডোর কোনো স্থানে ওয়ার্ম-আপ চালাতে হচ্ছে। আর এ নিয়েই রাগ ঝেড়েছেন...
মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ
মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় রথ থামছেই না। প্রথম দেখায় ভুটানকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার দ্বিতীয় দেখাতেও জয় পেয়েছে আফঈদারা।
সাফ অনূর্ধ্ব-২০ উইমেন্স চ্যাম্পিয়নশিপে আজ বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের মাঝ পথে এবার ভেন্যু পরিবর্তন করেছে আয়োজকরা। বৃষ্টির কারণে বন্ধ হয়ে থাকা...
অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফে আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ গোলে ভাসানো বাংলাদেশের তরুণীরা গত কিছুদিনে বাংলাদেশের মেয়েদের ফুটবলের আত্মবিশ্বাসের জোর দেখিয়ে দিলেন। দেখিয়ে দিলেন, বাংলাদেশ জয় ছাড়া কিছু বুঝতে...
রাজধানীর খিলক্ষেত থানাধীন মোহাম্মাদিয়া গার্মেন্টসের পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কীটনাশক পানে মো. ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.