ইতিহাস গড়েছে দলটা, আর তাদের সংবর্ধনায় কিনা মানুষ না থাকার সম্ভাবনা!
র্যাঙ্কিংয়ে অনেক অনেক এগিয়ে থাকা মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে আগামী বছরের এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েদের দল। প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পাওয়ার এই ইতিহাস গড়া উদ্যাপন গতকালই মেয়েরা করেছেন বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে গুঁড়িয়ে।
কিন্তু সে তো মাঠের উদ্যাপন, মাঠের বাইরেও ইতিহাসগড়া এই দলকে সংবর্ধনা তো দিতেই হয়! বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটি দিচ্ছেও, তবে যেভাবে দিচ্ছে তা বিতর্ক না জাগিয়ে পারে না। মিয়ানমার থেকে আজ মধ্যরাতে দেশে ফেরার কথা মেয়েদের দলের, এরপর আজই রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে মেয়েদের সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে!
রাত আড়াইটায় মেয়েদের এভাবে সংবর্ধনা দেওয়া হলে সাধারণ ফুটবলপ্রেমী আর কজনই-বা অত গভীর রাতে সেখানে থাকতে পারবেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবলপাড়ায়। এর আগে সর্বশেষ দুবার সাফ জেতার পর যেখানে ছাদখোলা বাসে করে মেয়েদের গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে প্রথমবার এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করার পর কিনা গভীর রাতে দেওয়া হবে সংবর্ধনা!
কেন এভাবে তড়িঘড়ি করে মধ্যরাতে সংবর্ধনার আয়োজন? জানা গেছে, মেয়েদের এই দলের দুই তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা আগামীকাল সকালেই আবার ভুটানে লিগ খেলতে যাওয়ার জন্য বিমান ধরবেন। তাঁদের বাইরে আরও তিন নারী ফুটবলার দু-তিন পর রওনা দেবেন ভুটানের উদ্দেশে। পুরো দলকে একসঙ্গে অনেকদিন পাওয়া যাবে না বলেই এভাবে আজ রাতেই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
কিন্তু এর উল্টো পিঠেও প্রশ্ন ওঠে। ভুটানের লিগ শেষ করে মেয়েরা ফেরার পর পুরো দলকে সংবর্ধনা দেওয়ার সুযোগ ছিল কি না, সে নিয়েও আলোচনা ফুটবলপাড়ায়।
ইতিহাস গড়া বাছাইপর্ব শেষে বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমার থেকে রওনা দিয়েছে। সেখান থেকে থাইল্যান্ডে যাত্রাবিরতির পর মেয়েদের বহনকারী বিমানের বাংলাদেশে পা রাখার কথা রাত ১২টার দিকে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বের হতে হতেই রাত ১-১.৩০টার মতো বেজে যাওয়ার কথা। বিমানবন্দর থেকেই মেয়েদের হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
মেয়েদের এভাবে তড়িঘড়ি করে সংবর্ধনা দেওয়ার সময়ে প্রশ্ন উঠছে মেয়েদের সাফ জয়ের পর প্রতিশ্রুত বোনাসের টাকা নিয়েও। সে সময়ে টানা দ্বিতীয়বার সাফজয়ী মেয়েদের দলকে ১ কোটি ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। সাত মাস পেরিয়ে গেছে এরপর, এখনো বোনাস হাতে পাননি মেয়েরা। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর এখনো মেয়েদের দলের জন্য কোনো বোনাসের ঘোষণা আসেনি।