সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে বসতে চান রোমান সানা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:২৬ পিএম

ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে। গত ৩ মার্চ হঠাৎ করে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ আর্চারির পোস্টার বয় রোমান সানা। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পদক এনে দেওয়া এ আর্চার দাবি করেন, জাতীয় দলে খেলে আর্থিক ভাবে খুব একটা লাভ হয়নি তাঁর।

রোমান সানার এমন মন্তব্যে চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। এ ইস্যুতে মন্তব্য করতে থাকেন অনেকে। এরমধ্যে আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল তো এককাঠি সরেস। দেশের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রদানকালে রোমান সানাকে মানসিক রোগী আখ্যা দিয়েছেন।

গতকাল শনিবার বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) এর ইফতার পার্টিতে এসেছিলেন রোমান সানা। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ২৮ বছর বয়সী এ আর্চার। ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্যে কষ্ট পেয়েছেন উল্লেখ করে রোমান সানা জানিয়েছেন, সমস্যা সমাধানে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে কথা বলবেন তিনি।

কাজী রাজীব উদ্দীনের মন্তব্যের প্রতিক্রিয়ায় আলোচিত এ আর্চার বলেছেন, ‘স্যারকে (কাজী রাজীব উদ্দীন) আমি খুব শ্রদ্ধা করি। উনার মতো এমন বিজ্ঞ মানুষ কীভাবে এমন কথা বলতে পারলেন! কথাটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি।’

ফেডারেশনের সাধারণ সম্পাদককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে রোমান বলেছেন, ‘আমি পাগল হলে এখানে কীভাবে ঘুরে বেড়াচ্ছি? এই অনুষ্ঠানে কীভাবে এসেছি? পাগল হলে কীভাবে এত আন্তর্জাতিক পদক জিতেছি। কীভাবেই-বা বিশ্বকাপে রুপা জিতলাম?’

এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপে দেশের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠার কীর্তি গড়েন রোমান সানা। দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে রূপা জেতেন তিনি। কিন্তু এমন অর্জনের পরেও দেশের মাটিতে ঠিকভাবে মূল্যায়ন পাননি দাবি এ আর্চারের, ‘আমি ইউরোপে দেখেছি অলিম্পিয়ানদের কত মূল্য! যখন কেউ শোনে আমি একজন অলিম্পিয়ান, তাঁরা অনেক সম্মান করে। অথচ এই দেশে অলিম্পিয়ানের মূল্য নেই।’

অবসর, ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য ও আর্চারদের সমস্যা নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের শরণাপন্ন হতে চান রোমান সানা, ‘আমি পুরো বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে চাই। মিডিয়ার মাধ্যমে দেখেছি, মন্ত্রী মহোদয় আমার সঙ্গে কথা বলবেন। তাই তার সঙ্গে দেখা করে ক্রীড়াবিদদের সমস্যার কথা খুলে বলতে চাই। আশা করি তিনি আমার সমস্যার কথা শুনবেন।’

বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির দায়িত্ব পান সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক ফারুক আহমেদ। এরপরই সভাপতি হিসেবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের লক্ষ্যের কথা জানান ফারুক। নতুন নির্বাচক জানান, দেশের ক্রিকেটকে...
এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন নাজমুল। পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রীড়া খাতকে রাজনীতি মুক্ত করার কথা ভাবছেন তিনি। এর...
নাজমুল হাসান যদি দেশের বাইরেই থাকেন এই মুহূর্তে, সে ক্ষেত্রে দেশের বাইরে থেকেও ই-মেইলে  পদত্যাগপত্র পাঠাতে পারবেন। তবে সেটি কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। তিনি পদত্যাগপত্র পাঠালে এ সভা ডাকা হবে।...
ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ। মূলত স্ত্রী জাতীয় অ্যানোফিলিস নামক এক ধরনের মশার কামড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার...
গ্রীষ্মের পাহাড়ে বাহারি ফুল। কৃষ্ণচূড়া, লাল সোনাইল, জারুল, সোনালু, কুরচিসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে লাল, হলুদ, বেগুনি রঙ ছড়ানো বুনো ফুল। বিবর্ণ পাহাড়ে...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.