ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে। গত ৩ মার্চ হঠাৎ করে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ আর্চারির পোস্টার বয় রোমান সানা। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পদক এনে দেওয়া এ আর্চার দাবি করেন, জাতীয় দলে খেলে আর্থিক ভাবে খুব একটা লাভ হয়নি তাঁর।
রোমান সানার এমন মন্তব্যে চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। এ ইস্যুতে মন্তব্য করতে থাকেন অনেকে। এরমধ্যে আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল তো এককাঠি সরেস। দেশের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রদানকালে রোমান সানাকে মানসিক রোগী আখ্যা দিয়েছেন।
গতকাল শনিবার বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) এর ইফতার পার্টিতে এসেছিলেন রোমান সানা। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ২৮ বছর বয়সী এ আর্চার। ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্যে কষ্ট পেয়েছেন উল্লেখ করে রোমান সানা জানিয়েছেন, সমস্যা সমাধানে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে কথা বলবেন তিনি।
কাজী রাজীব উদ্দীনের মন্তব্যের প্রতিক্রিয়ায় আলোচিত এ আর্চার বলেছেন, ‘স্যারকে (কাজী রাজীব উদ্দীন) আমি খুব শ্রদ্ধা করি। উনার মতো এমন বিজ্ঞ মানুষ কীভাবে এমন কথা বলতে পারলেন! কথাটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি।’
ফেডারেশনের সাধারণ সম্পাদককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে রোমান বলেছেন, ‘আমি পাগল হলে এখানে কীভাবে ঘুরে বেড়াচ্ছি? এই অনুষ্ঠানে কীভাবে এসেছি? পাগল হলে কীভাবে এত আন্তর্জাতিক পদক জিতেছি। কীভাবেই-বা বিশ্বকাপে রুপা জিতলাম?’
এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপে দেশের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠার কীর্তি গড়েন রোমান সানা। দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে রূপা জেতেন তিনি। কিন্তু এমন অর্জনের পরেও দেশের মাটিতে ঠিকভাবে মূল্যায়ন পাননি দাবি এ আর্চারের, ‘আমি ইউরোপে দেখেছি অলিম্পিয়ানদের কত মূল্য! যখন কেউ শোনে আমি একজন অলিম্পিয়ান, তাঁরা অনেক সম্মান করে। অথচ এই দেশে অলিম্পিয়ানের মূল্য নেই।’
অবসর, ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য ও আর্চারদের সমস্যা নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের শরণাপন্ন হতে চান রোমান সানা, ‘আমি পুরো বিষয় নিয়ে ক্রীড়ামন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে চাই। মিডিয়ার মাধ্যমে দেখেছি, মন্ত্রী মহোদয় আমার সঙ্গে কথা বলবেন। তাই তার সঙ্গে দেখা করে ক্রীড়াবিদদের সমস্যার কথা খুলে বলতে চাই। আশা করি তিনি আমার সমস্যার কথা শুনবেন।’