দুই মাস পেরোতে না পেরোতেই ইউ-টার্ন রোমান সানার!
গত মার্চে মাত্র ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই আর্চার। সে সময়ে আর্থিক সুবিধাদি না পাওয়াকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন, এরপর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কিছু মন্তব্য করে আর্চারি ফেডারেশনের বিরাগভাজনও হয়েছেন। ফেডারেশন তখন জানিয়েছিল, জাতীয় দলে ফিরতে হলে ক্ষমা চেয়ে ফিরতে হবে রোমানকে।
প্রায় তিন মাস পর জানা গেছে, জাতীয় দলে ফিরতে চাওয়া রোমান ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন ফেডারেশনে। চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ বলেছেন, ফেডারেশনের সভার পর রোমান সানার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদক জেতা প্রথম আর্চার রোমান সানা। সে সময়ে দেশসেরা আর্চার বলেছিলেন, এত বছর আর্চারিতে খেলে গেলেও আর্থিকভাবে তিনি প্রতিদান পাচ্ছেন না।
যদিও ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ তখন রোমানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। রোমান অন্য আর্চারদের মানসিক অত্যাচার করতেন, তাঁর স্ত্রী ও জাতীয় দলের নারী আর্চার দিয়া সিদ্দিকীর সঙ্গে মিশ্র দ্বৈতে সবসময় তাঁকেই রাখতে বাধ্য করতেন – এমন অনেক অভিযোগ এনেছেন সাধারণ সম্পাদক। পাশাপাশি রোমান আর্থিক কী কী সুবিধা পেয়েছেন, সেসব ফিরিস্তি তুলে ধরে বলেছিলেন, ‘এসব সাইকোলোজিকাল সমস্যা। বছরে দুয়েকবার হয়। অনেক পরিবারে সাইকো পেশেন্ট থাকে। ওদের পাওয়ার ইচ্ছা বেশি থাকে। ওরা ভাবতে থাকে সবই আমি পাব। আর কেউ পাবে না।’
এরপর মাস দুয়েক কেটে গেলেও মাঝে এ নিয়ে তেমন কিছু আলোচনায় আসেনি। কিন্তু এখন জানা গেছে, এ মাসের শুরুতেই ফেডারেশনে ক্ষমা চেয়ে চিঠি দিয়ে জাতীয় দলে ফেরার ইচ্ছা জানিয়েছেন রোমান সানা।