গত জুনে তুরস্কের আন্তালিয়াতে ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককে রুপা জিতেছিলেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। সে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ১৮ বছর বয়সী এ আর্চার। শেষ চারে ওঠার পথে সেবার গড়েছিলেন ব্যক্তিগত সেরা ৬৬০ স্কোর।
কিন্তু প্যারিস অলিম্পিকে সেটিকে টপকে যেতে পারলেন না তিনি। গতকাল বৃহস্পতিবার আর্চারির র্যাঙ্কিং রাউন্ডের রিকার্ভ পুরুষ এককে ৫৫২ স্কোর গড়ে ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। এতে সেরা ৩২-এ জায়গা করে নেওয়া কঠিন হয়ে পড়ল সাগরের জন্য। আগামী ৩০ জুলাই প্রতিপক্ষ হিসেবে ইতালির মাউরো নেসপোলিকে পেয়েছেন সাগর। নেসপোলি র্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে ২০তম হয়েছেন। সর্বশেষ টোকিও অলিম্পিকে রুপা জিতেছেন ইতালির এ আর্চার।
গতকাল রিকার্ভ এককে সাগরের শুরুটা ভালোই হয়েছিল। প্রতিযোগিতার প্রথম দিকে শীর্ষ দশের মধ্যেই ছিলেন সাগর। কিন্তু অবিশ্বাস্যভাবে একটি তীর বোর্ডেই রাখতে পারেননি। এতেই ছন্দপতন ঘটে ১৮ বছর বয়সী এ আর্চারের। শেষ পর্যন্ত ৭২ তীর মেরে ৬৫২ স্কোর তুলতে পারেন।
রিকার্ভ এককের র্যাঙ্কিং রাউন্ডে মোট স্কোর ৭২০। আর্চাররা ৭২টি করে তীর মারেন। এ থেকে প্রাপ্ত স্কোর অনুযায়ী যিনি ওপরের দিকে থাকেন, তিনি নিচের দিকের প্রতিযোগী পান।
এবারের র্যাঙ্কিং রাউন্ডে ৬৮৬ স্কোর গড়ে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন। অবশ্য এ ইভেন্টে নিজের ব্যক্তিগত সেরা স্কোরকে টপকাতে পারেননি দক্ষিণ কোরিয়ান এ আর্চার। এর আগে ২০১৬ সালের রিও দি জেনেইরো অলিম্পিকে ৭০০ স্কোর নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন উজিন। ২০১৯ সালে ৭০২ স্কোর নিয়ে বিশ্ব রেকর্ডটি নিজের নামের পাশে নেন যুক্তরাষ্ট্রের এলিসন ব্র্যাডি।