সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

প্যারিস অলিম্পিক ২০২৪

৬৪ জনের মধ্যে ৪৫তম বাংলাদেশের আর্চার

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:৪৩ পিএম

গত জুনে তুরস্কের আন্তালিয়াতে ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককে রুপা জিতেছিলেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। সে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ১৮ বছর বয়সী এ আর্চার। শেষ চারে ওঠার পথে সেবার গড়েছিলেন ব্যক্তিগত সেরা ৬৬০ স্কোর।

কিন্তু প্যারিস অলিম্পিকে সেটিকে টপকে যেতে পারলেন না তিনি। গতকাল বৃহস্পতিবার আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডের রিকার্ভ পুরুষ এককে ৫৫২ স্কোর গড়ে ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। এতে সেরা ৩২-এ জায়গা করে নেওয়া কঠিন হয়ে পড়ল সাগরের জন্য। আগামী ৩০ জুলাই প্রতিপক্ষ হিসেবে ইতালির মাউরো নেসপোলিকে পেয়েছেন সাগর। নেসপোলি র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে ২০তম হয়েছেন। সর্বশেষ টোকিও অলিম্পিকে রুপা জিতেছেন ইতালির এ আর্চার।

গতকাল রিকার্ভ এককে সাগরের শুরুটা ভালোই হয়েছিল। প্রতিযোগিতার প্রথম দিকে শীর্ষ দশের মধ্যেই ছিলেন সাগর। কিন্তু অবিশ্বাস্যভাবে একটি তীর বোর্ডেই রাখতে পারেননি। এতেই ছন্দপতন ঘটে ১৮ বছর বয়সী এ আর্চারের। শেষ পর্যন্ত ৭২ তীর মেরে ৬৫২ স্কোর তুলতে পারেন।

রিকার্ভ এককের র‍্যাঙ্কিং রাউন্ডে মোট স্কোর ৭২০। আর্চাররা ৭২টি করে তীর মারেন। এ থেকে প্রাপ্ত স্কোর অনুযায়ী যিনি ওপরের দিকে থাকেন, তিনি নিচের দিকের প্রতিযোগী পান।

এবারের র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৮৬ স্কোর গড়ে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন। অবশ্য এ ইভেন্টে নিজের ব্যক্তিগত সেরা স্কোরকে টপকাতে পারেননি দক্ষিণ কোরিয়ান এ আর্চার। এর আগে ২০১৬ সালের রিও দি জেনেইরো অলিম্পিকে ৭০০ স্কোর নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন উজিন। ২০১৯ সালে ৭০২ স্কোর নিয়ে বিশ্ব রেকর্ডটি নিজের নামের পাশে নেন যুক্তরাষ্ট্রের এলিসন ব্র্যাডি।   

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর তোপের মুখে পড়েছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী তারকা নীরাজ চোপড়া। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে ভারতকে স্বর্ণপদক এনে দেয়া নীরাজ তাঁর নিজ দেশের মানুষের...
দ্বিতীয়বারের মতো অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে মাত্র দুই দল অংশ নেওয়ার পর এই সমসাপেক্ষ খেলা (দুই দিন ব্যাপী ম্যাচ) আর দেখা যায়নি। লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটের...
বিশ্ব অ্যাথলেটিকসের সিদ্ধান্ত
বিশ্ব অ্যাথলেটিকস এখন থেকে নারী অ্যাথলেটদের ক্ষেত্রে প্রতিযোগিতায় নামার আগে লিঙ্গ পরীক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে। রূপান্তরিত নারী ও অন্যান্য ইস্যুতে গত কয়েক বছর ধরে নারী বিভাগে নানা জটিলতা সৃষ্টি...
প্যারিস অলিম্পিকে বিতর্কের কেন্দ্রে ছিলেন আলজেরিয়ার ইমান খেলিফ ও চীনের লিন ইউ-তিং। এ দুজন নারী বক্সার আসলেই ছেলে নাকি মেয়ে- এ নিয়েই ছিল বিতর্কটা। তাঁরা গত বছর ভারতে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে...
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.