বাংলাদেশের হয়ে চলতি অলিম্পিকে পাঁচজন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এদের মধ্যে শুধু সাগর ইসলামই বাছাইপর্ব পেরিয়ে অলিম্পিকে জায়গা করে নিয়েছিলেন সাগর ইসলাম। আজ আর্চারির ব্যক্তিগত রিকাভ ইভেন্টে নেমেছিলেন সাগর।
নিজের ইভেন্টে আজ বাদ পড়লেও অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন সাগর।
প্যারিসে আজ আর্চারিতে শীর্ষ ৩২ জনে ওঠার লড়াইয়ে নেমেছিলেন সাগর। পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ইতালির আর্চার মাউরো ন্যাসপেলোর সঙ্গে সরাসরি সেটে ৬-০ ব্যবধানে হেরেছেন।
তবে এই হার তাঁকে দমিয়ে রাখবে না জানিয়ে সাগর বলেন, 'কেউ তো চায় না হারতে, সবাই চাই জিততে, আমিও চাই। আমিও নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আরেকটু ভালো করতে পারতাম। এখানেই থেমে থাকা যাবে না।'
হারলেও অনেক কিছুই শিখেছেন সাগর, 'আমার এখানে হারানোর কিছু ছিল না। শেখার অনেক কিছু রয়েছে। আমি মাত্র ১৮ বছর বয়স। শেখার পর্যায়ে রয়েছি। হেরেছি খারাপ লাগছে, তবে এখানে থেমে থাকলে হবে না। আমি হারিনি, শিখছি।'