অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই আজ। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ভারত। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
ভারতের সিনিয়র দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে। পার্থে হওয়ার সিরিজের প্রথম টেস্ট জিতে এরইমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। আজ অ্যাডিলেডে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আজ টেস্ট আছে আরও দুটি। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে এরইমধ্যে মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি সেশন পেরিয়ে গেছে। আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড দিনের প্রথম দুই সেশনে ৭ উইকেটে ২৫৯ রান তুলেছে। দিনের আরেক টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
অস্ট্রেলিয়া-ভারত
অ্যাডিলেড টেস্ট-১ম দিন
সকাল ১০টা, স্টার স্পোর্টস ১
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
ওয়েলিংটন টেস্ট-১ম দিন
ভোর ৪টা, সনি স্পোর্টস ২
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
পোর্ট এলিজাবেথ টেস্ট-২য় দিন
দুপুর ২টা, স্পোর্টস ১৮-১
অ-১৯ এশিয়া কাপ
ভারত-শ্রীলঙ্কা
বেলা ১১টা, সনি স্পোর্টস ৫
গ্লোবাল সুপার লিগ
লাহোর-রংপুর রাইডার্স
ভোর ৫টা, টি স্পোর্টস
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
মোহামেডান-বসুন্ধরা
বেলা ২.৩০ মি., টি স্পোর্টস