গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে গিয়ে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে এসেছে রেয়াল মাদ্রিদ। এতে সেমিফাইনালের আশা অনেকটা ফিকে হয়েছে স্প্যানিশ ক্লাবটির। আজ শেষ আটের ফিরতি লেগে মাঠে নামবে দুদল। ম্যাচটি হবে রেয়াল মাদ্রিদের মাঠ বের্নাবাউতে।
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ইন্তের মিলান। আগের ম্যাচে বায়ার্নের মাঠে গিয়ে ২-১ গোলে জিতে এসেছিল ইন্তের। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
পিএসএল
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
রেয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্তের মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১