সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বাইক রেসে ১১ মোটর সাইকেলের সংঘর্ষ, ২ রাইডারের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:৪৬ এএম

ব্রিটিশ সুপারস্পোর্ট চ্যাম্পিয়নশিপে বাইক রেস চলাকালে ১১ বাইকের সংঘর্ষে ২ রাইডারের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬ জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। যুক্তরাজ্যের ওল্টন পার্কে গতকাল সোমবার টুর্নামেন্ট চলাকালে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে মোটরস্পোর্ট ভিশন রেসিং (এমএসভিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ (সোমবার) বিকেলে রেসের শুরুতেই ১১ রাইডার একটি চেইন রি-অ্যাকশন দুর্ঘটনার মুখে পড়েন। এ ঘটনায় রেসটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিকিৎসক দল পাঠানো হয়েছে।’

টুর্নামেন্টের পরিচালক স্টুয়ার্ট হিগস এ দুর্ঘটনাকে ‘গুরুতর’ ও ‘বিধ্বংসী’ হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গেল সপ্তাহান্তের তৃতীয় রেস ছিল এটি। রেস চালুর প্রথম ধাপেই একটি টার্ন নেওয়ার সময় একে একে ১১টি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ওয়েন জেনার এবং শেন রিচার্ডসন নামের দুই বাইকার গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। ওল্টন পার্কের সার্কিট অপারেশনের দায়িত্বে থাকা এমএসভিআর কর্তৃপক্ষ জানিয়েছে, জম টানস্টল নামের আরেক রাইডারের অবস্থাও গুরুতর।

মৃত দুই রাইডারের মধ্যে ব্রিটিশ রাইডার জেনার র‍্যাপিড হোন্ডার হয়ে এবং নিউজিল্যান্ডের রাইডার রিচার্ডসন অ্যাস্ট্রো-জেজেআর হিপ্পো সুজুকি টিমের হয়ে অংশ নিয়েছিলেন।

এমএসভিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওয়েন জেনারকে প্রথমে ট্র্যাকের পাশেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্কিট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। মূলত মাথার আঘাতেই মারা গেছেন জেনার।’

রিচার্ডসনের ব্যাপারে এমএসভিআর বলেছে, ‘ট্র্যাকের পাশে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রথমে সার্কিট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে তাঁকে রয়্যাল স্টোক ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।’

আরেক গুরুতর আহত টানস্টলকেও রয়্যাল স্টোক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঠের অংশে গুরুতর আঘাত পেয়েছেন টানস্টল। ১১ বাইকের সংঘর্ষে এ তিনজন ছাড়াও আরও ৫ জন সামান্য আহত হয়েছেন। আহত ৫ বাইকারকেও হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ৩ জন অক্ষত অবস্থায় ছিলেন।

ভয়াবহ এ দুর্ঘটনার ঘটনায় পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্তে নামার কথা জানিয়েছে এমএসভিআর ও মোটরসাইকেল রেসিং কন্ট্রোল বোর্ড।

কানায় কানায় পূর্ণ ৫ জুলাই স্টেডিয়ামে ম্যাচ জুড়েই উৎসব চালিয়ে যান সমর্থকেরা। তবে সে বাঁধভাঙা উদযাপনই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। গ্যালারি থেকে নিচে পড়ে তিন জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জনেরও...
বিরাট কোহলিদের ১৮ বছরের স্বপ্নপূরণের একদিন না যেতেই হৃদয়বিদারক এক ঘটনার সাক্ষী হয়েছে পুরো ভারত। আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উদযাপন করতে গিয়ে...
এক ছেলে ‘হ্যামার থ্রো’তে অংশ নিচ্ছিলেন, সেটি দেখতে স্ত্রী ও আরেক ছেলেকে নিয়ে মি. ওয়েইড ল্যাংস্টন বসে ছিলেন গ্যালারিতে। হ্যামার থ্রো-তে সাধারণত মাঠ আর গ্যালারির মাঝে নিরাপত্তা বেষ্টনি থাকে, সেটি...
ইংল্যান্ডে নিষেধাজ্ঞা
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ জানিয়েছে, সাকিব বোলিং অ্যাকশানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে তাঁর বোলিং অ্যাকশানকে অবৈধ ঘোষণা করেছে তারা। তবে এ নিষেধাজ্ঞা শুধু ইসিবি আয়োজিত...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.