যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল রেসলার ও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী কাইল স্নাইডার গ্রেপ্তার হয়েছেন। কলম্বাস পুলিশ জানিয়েছে, অবৈধ যৌনসেবা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
মামলার এজহার অনুসারে, গত শুক্রবার ২৯ বছর বয়সী এ রেসলারকে গ্রেপ্তারের পর যৌন সেবা নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, তাঁর পক্ষে কোনো আইনজীবী দেননি আদালত। তাঁকে পরে জামিন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত স্নাইডারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি মন্তব্যের জন্য বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি স্নাইডার- এমনটাই জানিয়েছে এপি। দ্য গার্ডিয়ান বলছে, অবৈধ যৌন সেবা কমানোর উদ্দেশ্যে চালানো গোপন অভিযানে ধরা পড়েছেন স্নাইডার। এই রেসলার ছাড়া আরও ১৫ জন ধরা পড়েছেন একই অভিযানে।
২০১৬ অলিম্পিকে মাত্র ২০ বছর বয়সে ফ্রি স্টাইল রেসলিংয়ের ৯৭ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন স্নাইডার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেসলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। একই বছর ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ও ডিভিশন ওয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের (এনসিএএ) পদকও জেতেন তিনি। সবচেয়ে কম বয়সে একই বছরে তিনটি ইভেন্টে সোনা জয়ের কীর্তিটা তাঁর।
২০২০ টোকিও অলিম্পিকেও শূন্য হাতে ফেরেননি স্নাইডার। ৯৭ কেজি রেসলিংয়ে রুপা জিতেছেন। সর্বশেষ প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে গেছেন। তিনবার এনসিএএ চ্যাম্পিয়ন হয়েছেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনবার।
গত সপ্তাহে রিয়েল আমেরিকান ফ্রি-স্ট্রাইল রেসলিং লিগ ঘোষণা করে, স্নাইডারের নাম লিগে তালিকাভুক্ত করা হয়েছে। অথচ এর মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন স্নাইডার। আগামী ৩০ আগস্ট হতে এ লিগটি শুরু হওয়ার কথা।