এক সপ্তাহের বেশি স্থগিত থাকার পর গতকাল শনিবার কাগজে-কলমে আইপিএলের প্রত্যাবর্তন হলেও মাঠের খেলা শুরু হয়নি। বৃষ্টিতে ভেস্তে গেছে গতকালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি।
ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে আজও দুটি ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। আর রাতের খেলায় মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ গুজরাট টাইটানস। মোস্তাফিজ জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলায় এ ম্যাচে দেখা যাবে না বাঁহাতি পেসারকে।
আইপিএলে মোস্তাফিজকে আজ দেখা না গেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। পিএসএলে আজ রাতের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে সাকিবের লাহোর কালান্দার্স। এ ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলে এসেছেন রিশাদ হোসেন। পিএসএলে আজ বিকেলেও একটি ম্যাচ আছে। সে ম্যাচে মুলতান সুলতানসের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
শুধু ক্রিকেট নয়, ইউরোপিয়ান ফুটবলেও আজ ব্যস্ত দিন কাটবে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় বেশ কয়েকটি ম্যাচ আছে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
রাজস্থান-পাঞ্জাব
বিকেল ৪টা, টি স্পোর্টস
দিল্লি-গুজরাট
রাত ৮টা, টি স্পোর্টস
পিএসএল
মুলতান-কোয়েটা
বিকেল ৪.৩০ মিনিট, নাগরিক টিভি
লাহোর-পেশোয়ার
রাত ৯টা, নাগরিক টিভি
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-সাউদাম্পটন
বিকেল ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওয়েস্ট হাম-নটিংহাম
সন্ধ্যা ৭.১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
আর্সেনাল-নিউক্যাসল
রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা-ভিয়ারেয়াল
রাত ১১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ
সেভিয়া-রেয়াল মাদ্রিদ
রাত ১১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ
টেনিস
ইতালিয়ান ওপেন
ফাইনাল (সিনার-আলকারাজ)
রাত ৯টা, সনি স্পোর্টস ৫