চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের শুরুটা ভালো হয়নি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শাবি আলোনসোর দল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ ক্লাবটি। এ ম্যাচে মাদ্রিদের প্রতিপক্ষ পাচুকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
টুর্নামেন্টের অন্য ম্যাচে ইতোমধ্যে সকালের খেলায় মুখোমুখি হয়েছে রিভার প্লেত ও মন্তেরই। রাতে মাঠে নামবে ইউভেন্তুস, হিলালের মতো দলগুলো।
হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৪৭১ রানে গুটিয়ে গেছে ভারত। জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০৯ রানে গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। ২৬২ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করবে ইংলিশরা।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
হেডিংলি টেস্ট: ৩য় দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
রিভার প্লেত-মন্তেরই
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
ইউভেন্তুস-উইদাদ
রাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
রেয়াল মাদ্রিদ-পাচুকা
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
সালজবুর্গ-আল হিলাল
আগামীকাল ভোর ৪টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ