ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন আজ। এর আগে প্রথম ইনিংসে ভারত ৪৭১ রান করার পর ইংল্যান্ড আটকে যায় ৪৬৫ রানে। ৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬৪ রান করলে জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রান।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২১ রান তুলে চতুর্থ দিন শেষে করেছে ইংল্যান্ড। জয়ের জন্য এখনো ৩৫০ রান দরকার স্বাগতিকদের। হেডিংলিতে দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
ক্লাব বিশ্বকাপের ম্যাচে সকালে পালমেইরাসের মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি। টুর্নামেন্টের রাতের খেলায় মাঠে নামবে পোর্তো, বোকা জুনিয়র্স, বায়ার্ন মিউনিখ, বেনফিকার মতো ক্লাবগুলো।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
হেডিংলি টেস্ট-৫ম দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
ইন্টার মায়ামি-পালমেইরাস
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
পোর্তো-আল আহলি
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
অকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্স
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
বেনফিকা-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ