কলম্বো টেস্টের চতুর্থ দিন আজ। খুব অবিশ্বাস্য কিছু না ঘটলে, এ টেস্টে বাংলাদেশের হার নিশ্চিতই বলা যায়। শঙ্কা আছে ইনিংস ব্যবধানে হারেরও।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের বিপরীতে ৪৫৮ রান তুলে ২১১ রানের লিড নেয় শ্রীলঙ্কা। জবাবে দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে টেস্টের তৃতীয় দিন শেষে করেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হার ঠেকাতে এখনো ৯৬ রান দরকার বাংলাদেশের। হাতে ৪ উইকেট। ১৩ রানে অপরাজিত থাকা লিটন দাস আজ নতুন ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব শুরু আজ। শেষ ষোলোর ম্যাচে পালমেইরাসের মুখোমুখি হবে বোতাফোগো। অন্য ম্যাচে চেলসির প্রতিপক্ষ বেনফিকা।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
কলম্বো টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–শ্রীলঙ্কা
সকাল ১০.৩০ মিনিট, নাগরিক টিভি ও টি স্পোর্টস
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
পালমেইরাস–বোতাফোগো
রাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
চেলসি–বেনফিকা
রাত ২টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ