বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারিয়েছিল সাউথ আফ্রিকা। একই ভেন্যুতে আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এজবাস্টনে শুভমান গিলের অসাধারণ কীর্তিতে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ভারতের টেস্ট অধিনায়ক। গিলের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৫৮৭ রান তোলা ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।
অন্যদিকে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানে আটকে যাওয়া ইংলিশদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৬০৮ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে ৭২ রান তুলে টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ইংলিশরা। জয়ের জন্য আজ টেস্টের শেষ দিনে ৫৩৬ রান দরকার ইংল্যান্ডের। আর ভারতের দরকার ৭ উইকেট।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বুলাওয়ে টেস্ট-১ম দিন
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা, টি স্পোর্টস
এজবাস্টন টেস্ট-৫ম দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
গ্রেনাডা টেস্ট-৪র্থ দিন
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
রাত ৮টা , টি স্পোর্টস
টেনিস
উইম্বলডন
৪র্থ রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২