২০ মে থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, তাঁর আগে নিজেকে ঝালিয়ে নিয়ে ইতালিয়ান ওপেনে অংশ নিয়েছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সরাসরি সেটে জয়ও পেয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। তবে এটিপি রোমের সেই ম্যাচ শেষে আহত হয়ে আলোচনায় সার্বিয়ান তারকা।
গতকাল ইতালিয়ান ওপেনে ফ্রান্সের কোরেন্তিন মোতেতেটর বিপক্ষে ৬-৩ ও ৬-১ গেমে জয় পান জোকোভিচ। ম্যাচ জয়ের পর ভক্তদের দাবি মেটাতে অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎ করে একটি বোতল জোকোভিচের মাথায় আঘাত হানে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এক ভক্ত গ্যালারি থেকে সাদা একটি ক্যাপ দিয়ে জোকোভিচের কাছে অটোগ্রাফ চান। নোভাক সঙ্গে সঙ্গে সেই ক্যাপ নিয়ে সাইন করে দেন, এরপর আরেক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছিলেন, সে সময় হঠাৎ এক বোতল জোকোভিচের মাথার ওপর পড়ে। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন তিনি।
অটোগ্রাফ চাওয়ার সময় কোনো এক ভক্তের ব্যাগ থেকে পানির বোতল অসাবধানতাবশত পড়ে যাওয়ার সময় সরাসরি গিয়ে আঘাত করে জোকোভিচের মাথায়। তবে জোকোভিচ তাঁর ভক্তদের শঙ্কা দূর করে নিজেই জানিয়েছেন তিনি ভালো আছেন।
জোকোভিচ আঘাত পাওয়ার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। মাথায় কিছুটা রক্ত দেখা গেলেও সেলাই লাগেনি বলে নিশ্চিত করেছে এটিপি রোমের টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে ম্যাচ শেষে জোকোভিচের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন বাতিল করা হয়।