গাজায় নারী-শিশুসহ সাধারণ মানুষের উপর হামলা-নির্যাতন বন্ধ এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। গত ১৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সাম্প্রদায়িক, সাম্রাজ্যবাদী শক্তি এবং যুদ্ধবাজ শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘যেকোনো যুদ্ধের ন্যায় গাজায়ও বেশি সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। গাজার যুদ্ধের পেছনে রয়েছে হাজার বছরের সমস্যা। সারা বিশ্বের মানবাধিকারকর্মীরা কি এই জেনোসাইডের বিপক্ষে দাঁড়াবে না?’
জাতিসংঘের নিষ্ক্রিয়তায় হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘গাজার চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করে মানবাধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ গ্রহণের প্রয়োজন।’
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী এবং বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেখা চৌধুরী। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আইইডি এর তারিক হোসেন, নিজেরা করি এর সোহানা আহমেদ, এডাব এর সমাপিকা হালদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের সেলিনা পারভীন, অ্যাকশন এইড– এর মৌসুমি বিশ্বাস এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের রুহুল আমিন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মেহেরুননেসা।মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘গাজায় চলমান গণহত্যার বিপরীতে পাশ্চাত্যসহ সারা বিশ্বের নীরবতায় আমরা বিস্মিত। গাজায় নিহতদের ৭০ শতাংশ নারী ও শিশু। তিনি অবিলম্বে এই গণহত্যা বন্ধের জন্য সমগ্র বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা. কে. চৌধুরী বলেন, ‘গাজার যুদ্ধ বন্ধে প্রতিবেশী রাষ্ট্রসহ সমগ্র বিশ্বকে জেগে উঠতে হবে। দখলদার বাহিনীকে সমর্থন দেওয়া পরাশক্তির বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হতে হবে।’
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেখা চৌধুরী বলেন,‘গাজার এ সংঘাতময় পরিস্থিতিতে বিশ্ব বিবেক কোথায়? ক্ষমতার প্রভাবে তারা এভাবে হত্যাযজ্ঞ চলতে পারেনা। তিনি মানবতা রক্ষায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।’
মানববন্ধন কর্মসূচিতে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।