সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এপ্রিল মাসে ৩৬২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ

আপডেট : ০১ মে ২০২৫, ০৩:২৬ পিএম

এপ্রিল মাসে ৩৬২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ৬৬টি কম। এপ্রিল মাসে ধর্ষণের ঘটনা ৯৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যার ৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন এপ্রিল, ২০২৫–এ তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। ৩০ এপ্রিল এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না। এপ্রিল মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা মার্চ মাসের তুলনায় কিছুটা কম হলেও ধারাবাহিকতা রয়েছে, এপ্রিল মাসে আত্মহত্যা কিছুটা কমলেও হত্যার ঘটনা বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিল মাসে ধর্ষণের শিকার ৯৩ জনের মধ্যে ১২ জন শিশু, ৪৩ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন শিশু, ৮ জন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ৪ জন নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ৩৩টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৪৭টি ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপের কারণে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।

এছাড়া এপ্রিল মাসে ১২ জন কিশোরী ও ২৩ জন নারীসহ মোট ৩৫ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ৪ জন শিশু ও ৭ জন কিশোরী অপরদিকে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ১ জন নারী নিখোঁজ রয়েছেন। এছাড়াও এপ্রিল মাসে ২ জন শিশু, ১ জন কিশোরী ও ৩ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৯ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৮ জন শিশু ও কিশোরী রয়েছেন। এপ্রিল মাসে ২টি শিশু ধর্ষণের ঘটনা ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোষ করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশে গৃহকর্মীরা এক শ্রেণির অদৃশ্য শ্রমিক, যারা প্রতিদিন আমাদের ঘর পরিষ্কার রাখে, সন্তান পালনেও সহায়তা করে। কিন্তু আইনি ও সামাজিকভাবে প্রায় অদৃশ্যই থেকে যায়। তাদের শ্রমের কোনো লিখিত স্বীকৃতি...
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী (২০২৪), রাজধানীতে প্রায় ৬ হাজার ৫০০ বর্জ্য কর্মী কাজ করেন, যার মধ্যে ২ হাজার ৭৩০ জনই নারী। এই নারীরা প্রতিদিন গড়ে ১০-১২ ঘণ্টা কাজ করে মাত্র...
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
নারীমুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের সাহসকে সঙ্গী করে সমতাপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই পথচলা অব্যাহত রাখতে হবে। কবির জীবনের...
বর্তমান নির্বাচন কমিশনের ওপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.