সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নারীবিদ্বেষী প্রচারণা ও বক্তব্যের প্রতিবাদ সামাজিক প্রতিরোধ কমিটির  

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:০১ এএম

নারী কমিশন এবং তাদের প্রস্তাবনা বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীর প্রতি অসম্মানজনক আচরণ, নারীবিদ্বেষী প্রচারণা এবং বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। 

রোববার ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের ওই প্ল্যাটফর্মের পক্ষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ প্রতিবাদ জানান বাংলাদেশ মহিলা পরিষদর সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

এতে বলা হয়, এই ধরনের বর্বরোচিত আচরণ ও বক্তব্য কোনো সভ্য দেশ ও সমাজের পরিচয় বহন করে না । সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, হেফাজতে ইসলামসহ এ ধরনের নারীবিরোধী , ধর্মব্যবসায়ী, মৌলবাদী দলগুলো নানা সভা সমাবেশে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত এ ধরনের নারীবিদ্বেষী -অসম্মানজনক-অমর্যাদাকর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করলাম যে, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সময়ে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে ১০টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করেছে। শুধুমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনের  প্রতিবেদন প্রকাশের সাথে সাথেই নারী বিরোধী গোষ্ঠীগুলো নারী কমিশন এবং তাদের প্রস্তাবনা বাতিল করার দাবির নামে নারীর সমতার অধিকারের বিরুদ্ধে সহিংস হয়ে উঠেছে।

এতে বলা হয়, আমরা আরও লক্ষ্য করছি যে, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীসমূহ কর্তৃক সংঘটিত দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতি এত রড় অন্যায়, বর্বরতা ও নৃশংসতার ঘটনায় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরণের উদ্যোগ  গ্রহণ লক্ষ্য করা যায়নি যা সরকারের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করছে।  

সামাজিক প্রতিরোধ কমিটি মনে করে যেকেনো বিষয়ে সকলের মতাপ্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করার মতো অযৌক্তিক দাবি একেবারেই অগ্রহণযোগ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক প্রতিরোধ কমিটি গণতন্ত্রকামী, সমঅধিকার ভিত্তিক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও শক্তিকে এই ধরনের অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানাচ্ছে। হেফাজতে ইসলামের অসাংবিধানিক সকল  দাবি দাওয়া অগ্রাহ্য করে নারী-পুরুষের সমতা ভিত্তিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক  রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সামাজিক প্রতিরোধ কমিটি অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি  জানাচ্ছে।  

সংহতি জানানো সংগঠন ও উন্নয়ন সংস্থার মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্ট , বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্র্যাক, উইমেন ফর উইমেন, কেয়ার বাংলাদেশ, ইক্যুয়িটি এন্ড জাস্টিসওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সেভ দ্য চিলড্রেন, ব্লাষ্ট রয়েছে। 

বাংলাদেশে গৃহকর্মীরা এক শ্রেণির অদৃশ্য শ্রমিক, যারা প্রতিদিন আমাদের ঘর পরিষ্কার রাখে, সন্তান পালনেও সহায়তা করে। কিন্তু আইনি ও সামাজিকভাবে প্রায় অদৃশ্যই থেকে যায়। তাদের শ্রমের কোনো লিখিত স্বীকৃতি...
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী (২০২৪), রাজধানীতে প্রায় ৬ হাজার ৫০০ বর্জ্য কর্মী কাজ করেন, যার মধ্যে ২ হাজার ৭৩০ জনই নারী। এই নারীরা প্রতিদিন গড়ে ১০-১২ ঘণ্টা কাজ করে মাত্র...
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
নারীমুক্তি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের সাহসকে সঙ্গী করে সমতাপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই পথচলা অব্যাহত রাখতে হবে। কবির জীবনের...
একসময় ছিল ব্যাগে ঝুলে থাকা কিউট পুতুল লাবুবু। এখন তা বিলাসবহুল নিলামের তারকা। লাবুবু পুতুলের দাম শুনে চমকে উঠছে নেটিজেনরা। কে ভেবেছিল, হাজার টাকার নিচে বিক্রি হওয়া খেলনা একদিন কোটি টাকা ছাড়িয়ে...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে।
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.