সেন্সরশিপ ইস্যুতে এবার ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। এই ইস্যুতে ব্রাজিলে ২৪ ঘণ্টার মধ্যে আইন বিষয়ক প্রতিনিধি পাঠানোর জন্য সময় দিয়েছিল দেশটির আদালত। এই সময় শেষ হয়ে গেলেও প্রতিনিধি পাঠায়নি ইলন মাস্কের এক্স। এ কারণে তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হতে পারে বলেই মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে ব্রাজিলে এক্সের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় গত এপ্রিলে। ওই সময় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে এক্সের বেশকিছু অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস। কিন্তু তা মানেননি ইলন মাস্ক।
এবার এ ব্যাপারে আইন বিষয়ক প্রতিনিধি পাঠাতে বলা হয় ধনকুবের ইলন মাস্ককে। গত বুধবার এই আদেশ দেওয়া হয়। ব্রাজিলের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৭ মিনিটে ওই সময় শেষ হয়েছে। এরপর মাস্ক জানিয়েছেন, তিনি প্রতিনিধি পাঠাবেন না।
এ কারণে ব্রাজিলে বন্ধ হয়ে যেতে পারে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। তবে, এখনো নিশ্চিত করা বলা যাচ্ছে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মন্তব্যেও এক্স নিষিদ্ধের আভাস মিলেছে। শুক্রবার দেশটির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেন, ‘উনার (ইলন মাস্ক) অনেক টাকা আছে বলে তিনি আমাদের অসম্মান করতে পারেন না। তিনি নিজেকে কী মনে করেন?’
সম্প্রতি ব্রাজিলে এক্সের কার্যক্রম বন্ধের ঘোষণা দেন ইলন মাস্ক। সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েসের আদেশকে ‘সেন্সরশিপ’ বলে আখ্যায়িত করেন তিনি। এরপর গত ১৭ আগস্ট থেকেই ব্রাজিলে এক্সের কোনো আইন বিষয়ক প্রতিনিধি নেই। তবে, দেশটিতে ইউজাররা এক্স ব্যবহার করতে পারছেন।