সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ব্রাজিলে নিষিদ্ধ হতে যাচ্ছে এক্স!

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৭:৪১ এএম

সেন্সরশিপ ইস্যুতে এবার ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স। এই ইস্যুতে ব্রাজিলে ২৪ ঘণ্টার মধ্যে আইন বিষয়ক প্রতিনিধি পাঠানোর জন্য সময় দিয়েছিল দেশটির আদালত। এই সময় শেষ হয়ে গেলেও প্রতিনিধি পাঠায়নি ইলন মাস্কের এক্স। এ কারণে তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে ব্রাজিলে এক্সের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় গত এপ্রিলে। ওই সময় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে এক্সের বেশকিছু অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস। কিন্তু তা মানেননি ইলন মাস্ক।

এবার এ ব্যাপারে আইন বিষয়ক প্রতিনিধি পাঠাতে বলা হয় ধনকুবের ইলন মাস্ককে। গত বুধবার এই আদেশ দেওয়া হয়। ব্রাজিলের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৭ মিনিটে ওই সময় শেষ হয়েছে। এরপর মাস্ক জানিয়েছেন, তিনি প্রতিনিধি পাঠাবেন না।

এ কারণে ব্রাজিলে বন্ধ হয়ে যেতে পারে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। তবে, এখনো নিশ্চিত করা বলা যাচ্ছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মন্তব্যেও এক্স নিষিদ্ধের আভাস মিলেছে। শুক্রবার দেশটির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেন, ‘উনার (ইলন মাস্ক) অনেক টাকা আছে বলে তিনি আমাদের অসম্মান করতে পারেন না। তিনি নিজেকে কী মনে করেন?’

সম্প্রতি ব্রাজিলে এক্সের কার্যক্রম বন্ধের ঘোষণা দেন ইলন মাস্ক। সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েসের আদেশকে ‘সেন্সরশিপ’ বলে আখ্যায়িত করেন তিনি। এরপর গত ১৭ আগস্ট থেকেই ব্রাজিলে এক্সের কোনো আইন বিষয়ক প্রতিনিধি নেই। তবে, দেশটিতে ইউজাররা এক্স ব্যবহার করতে পারছেন। 

শুল্ক স্থগিত ঘোষণার প্রথম দিন গত বুধবার আমেরিকাসহ বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে মূল্যসূচক ঘুরে দাঁড়িয়েছিল। এতে একদিনেই ভাগ্য খুলে যায় অতিধনীদের। কারণ, এক দিনেই বিশ্বের শীর্ষ ১০ অতিধনীর সম্পদ বেড়েছে...
মার্কিন ধনকুবের ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। এমন কথাই মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড...
বিলিয়নিয়ার ইলন মাস্কের মালিকানাধীন টেসলার গাড়ি ও শোরুমে ভাঙচুরের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাঁদের ২০ বছরের জন্য জেলে যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ককে অবহিত করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেসব এগিয়ে নিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.