২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সিপিজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০২৪ সালে ১৮টি দেশের ১২৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশই গাজায়।
সিপিজে জানায়, তারা ৩৬ বছর ধরে সাংবাদিক হত্যার তথ্য রাখছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।
সিপিজে জানায়, গত বছর গাজায় ৮৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এ সম্পর্কিত খুব বেশি তথ্য তাদের কাছে নেই। তবে তারা বেসামরিক জনগণ ও সাংবাদিকদের ক্ষতি যাতে না হয় সে জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে।
সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে ১০২ জন সাংবাদিককে হত্যা করা হয়। আর এর আগের বছর ৬৯ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন।
গাজার পর সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাকিস্তান ও সুদানে।
সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি গিন্সবার্গ এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হওয়ার জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়।