বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি ও ইলন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাজারে স্টারলিংক প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের প্রত্যন্ত অঞ্চলে সিগন্যালিংয়ের জন্য স্টারলিঙ্ক স্যাটেলাইট অত্যন্ত উপযোগী। তাই ভারতের কোণায় কোণায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় বাজারে দৃপ্ত পদক্ষেপ রাখতে পারে স্পেসএক্সের স্টারলিঙ্ক।
এর আগে বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান মোদি। এনডিটিভি বলছে, মোদি ও ইলন মাস্ক একাধিকবার দেখা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে একটি সফরের সময় সান জোসে টেসলা কারখানা পরিদর্শন করেন। সেসময় টেসলার সিইও মোদিকে কারখানা ঘুরিয়ে দেখান।