গত মাস পর্যন্তও দুবাইয়ের ব্যবসায়িক এলাকায় ক্যাপিটাল গোল্ডেন টাওয়ারে দুটো অফিস ছিল তাদের। সেখানে কাজ করতেন প্রায় ৪০ কর্মী। বিনিয়োগের জন্য আকর্ষণীয় সব অফার দিতেন তারা। তাতে দ্রুত বিনিয়োগও আসছিল। কিন্তু বিনিয়োগকারীদের শত কোটি টাকা নিয়ে রাতারাতি গায়েব হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওই ব্রোকারেজ ফার্ম।
সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, ব্রোকারেজ ফার্মটির নাম গালফ ফার্স্ট কমার্শিয়াল ব্রোকার্স। গত মাসেও তাদের দুটো অফিস ছিল। এখন সেখানে জমে আছে ধুলো, টেলিফোন লাইনের তার ছেড়া। রাতারাতি গায়েব হয়ে গেল বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা।
ক্যাপিটাল গোল্ডেন টাওয়ারে নিরাপত্তাকর্মীর কাজ করা এক ব্যক্তি বলেন, ‘তারা দ্রুত এসে চাবি দিয়ে যায়। ওই সময় যা ছিল সব নিয়ে বলে যায়, তাদের তাড়া আছে। এখন প্রতিদিনই লোকজন আসছে, এসে এই প্রতিষ্ঠানের খোঁজ করছে।’
এই প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের একজন বলেন, তিনি ৭৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। দীর্ঘদিন খোঁজ নেই, এ কারণে এখন এখানে এসে খোঁজ করছেন। কিন্তু কারও কাছ থেকে কোনো সাড়া মিলছে না। তিনি জানান, বেশিরভাগ বিনিয়োগকারীই ভারতীয়।
বিনিয়োগকারীরা বলছেন, তারা কেবল ফোনে আলাপের মাধ্যমেই তাদের অর্থ ফার্মে বিনিয়োগ করতে রাজি হয়েছেন। কেউ কেউ সিগমা-ওয়ান নামের কোম্পানিতেও বিনিয়োগ করেন। আসলে সেটি তাদের প্রতিষ্ঠানেরই একটি অংশ। এরই মধ্যে দুটো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
জানা যায়, সেন্ট লুসিয়ায় ব্যবসার রেজিস্ট্রেশন ছিল প্রতিষ্ঠান দুটোর। এরপর এখানেও শাখা খুলে তারা। কিন্তু সেন্ট লুসিয়ায় এমন কোনো প্রতিষ্ঠানই নেই।