সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যুদ্ধ-সংঘাতে বিপর্যস্ত বিশ্ব, ৫ জুলাই কি আসছে নতুন বিপর্যয়?

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

ভবিষ্যতের বিভিন্ন ঘটনার কথা আগেই জানিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন অনেকেই। এদের মধ্যে আলোচিত নাম নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গা। সেই তালিকায় নাম রয়েছে জাপানের একজনের, তিনি রিও তাতসুকি। তাঁর বহু ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছে। এবার আরেকটি ভবিষ্যদ্বাণী আলোচনায়। আর সেটি হলো, ‘৫ জুলাই বিপর্যয় নেমে আসবে জাপানে।’ 

জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমস বলছে, এই তাতসুকিই বলেছিলেন, গোটা দুনিয়ায় ধেয়ে আসছে এক মহামারি। আর করোনা সেটিই। এই ভাইরাস ত্রাসের সৃষ্টি করেছিল গোটা দুনিয়ায়। ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার কারণে রিও তাতসুকিকে বলা হয় জাপানের ‘বাবা ভাঙ্গা’।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, রিও তাতসুকির কাছে ভবিষ্যতের কোনো ঘটনা আসে স্বপ্নের মতো করে। তিনি একজন মাঙ্গা শিল্পী, অর্থাৎ কার্টুন শিল্পী। স্বপ্নে দেখা সেইসব ভবিষ্যতের ঘটনা ফুটিয়ে তুলেন তাঁর কার্টুনের মাধ্যমে। এভাবেই তিনি বলেছিলেন, ১৯৯৫ সালে কোবের ভূমিকম্পের কথা, টি হকু ভূমিকম্পের কথা, ২০১১ সালের সুনামির কথা এবং সর্বপরি করোনা মহামারির কথা।

১৯৯৯ সালে নিজের লেখা বই ‘দ্য ফিউচার আই স’–তে ২০২১ সালে তাতসুকি কিছু নতুন তথ্য যুক্ত করেন। তাতে তিনি লেখেন, ২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ বিপর্যয়ের মুখ পড়বে জাপান। অনেকেই এই কথা উড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতসুকি অতীতে বিভিন্ন ঘটনার কথা আগাম বলে দিয়েছিলেন। এ কারণে ৫ জুলাই নিয়ে আতঙ্ক কাটছে না।

মাঙ্গা আর্টিস্ট হিসেবে জাপানে পরিচিত রিও তাতসুকি। এরকম অনেক কার্টুন আর্টিস্টই রয়েছে জাপানে। কিন্তু তাতসুকি তাদের থেকে অনেকটাই আলাদা। তাঁর কথা মানুষের নজরে আসে যখন ১৯৯৯ সালে তিনি বলেছিলেন, ২০১১ সালের মার্চে এক বিশাল বিপর্যয় হবে জাপানে। বাস্তবে দেখা গিয়েছিল ২০১১ সালের ১১ মার্চ জাপানের টি হকু প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। তার জেরে তৈরি হয় এক বিশাল সুনামি। ওই সুনামিতে মৃত্যু হয় ১৫ হাজার মানুষের। বিস্ফোরণ হয়েছিল ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অতীতে তাতসুকির করা কোনো ভবিষ্যদ্বাণীকেই একেবাবে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ তা বাস্তবে ঘটেছিল। প্রিন্সেস ডায়ানার অকাল মৃত্যুর কথা তিনি বলেছিলেন, বলেছিলেন কোভিডের কথা। এখন যখন তিনি এবছর ৫ জুলাইয়ের কথা বলেছেন, তখনও তাকে উড়িয়েও দিতে পারছেন না অনেকে।

‘দ্য ফিউচার আই স’ বইয়ের ২০২১ সালের সংস্করণে তাতসুকি লেখেন, ‘২০২৫ সালে ৫ জুলাই জাপানে এক বিশাল বিপর্যয় ঘটবে।’ এর বেশি কিছু তিনি বলেননি, সমস্যা এখানেই। ফলে তাতসুকির অতীতের ভবিষ্যদ্বাণীর কথা মাথায় রেখে অনেকেই তাদের আতঙ্কের কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। শোরগোল পড়েছে দেশে দেশে।

অনেকেই এই ভবিষ্যদ্বাণী প্রসঙ্গে বলেছেন, ৫ জুলাই ভয়ানক ভূমিকম্প হবে জাপানে। আর এই ভূমিকম্প থেকেই জাপানে আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি। জাপান ও ফিলিপাইনের মধ্যে সমুদ্রের তলদেশে বিভক্তির ফলে সুনামি বা ভূমিকম্প হতে পারে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এই ভবিষ্যদ্বাণীর পরেই বিভিন্ন দেশের পর্যটকরা তাঁদের জাপানযাত্রা বাতিল করে দিয়েছেন। জাপানি সংবাদমাধ্যমগুলো বলছে, হংকং থেকে জাপানগামী একাধিক বিমানের টিকিট বাতিল হয়েছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে জাপানগামী বুকিং ৮৩ শতাংশ কমে গেছে। শুধুমাত্র হংকং থেকেই গড়ে ৫০% বুকিং বাতিল হয়েছে।

তবে জাপান সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যেন তারা গুজবে কান না দেন’। তবে কিছু ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ সমুদ্রপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ করে জাপানে সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও সুনামির আশঙ্কা প্রকাশ করেছেন, যা তাতসুকির পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে।

ভয়াবহ ভূমিকম্প ছাড়াও, রিও তাতসুকি ভবিষ্যদ্বাণী করেছেন, ২০৩০ সালে, আরেকটি মারাত্মক ভাইরাসের আবির্ভাব ঘটবে, যা লাখো মানুষের জীবন কেড়ে নিতে পারে। 

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দুদেশের ‘সাফল্য’ এবং গাজায়...
ইসরায়েলের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কের কাউন্টিতে বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.