সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, দাবি পেন্টাগনের

আপডেট : ২২ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত রাতের হামলাগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাস ও ধ্বংসের জন্য করা হয়েছিল। এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। তবে ইরানি সেনা বা বেসামরিক নাগরিকদের ওপর কোনো প্রভাব ফেলেনি। ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। অচিরেই জানা যাবে।

আজ রোববার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেছেন তিনি। এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী।

হেগসেথ বলেন, ‘অনেক প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ট্রাম্পের আগ পর্যন্ত কেউই তা করতে পারেননি। প্রেসিডেন্ট ট্রাম্প যখন কথা বলেন, বিশ্ববাসীর উচিত তা শোনা। আমেরিকা ছাড়া এই কাজ বিশ্বের কোনো দেশই করতে পারবে না।’

ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে আরও ভয়াবহ অবস্থা হবে বলে যে হুমকি গতকাল রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছেন, সেটিই আজ মনে করিয়ে দিলেন হেগসেথ। তিনি বলেন, ‘আমি মনে করি ইরান ভালো করেই বুঝতে পারছে, এই কথার মানে কি। আগেও তিনি এমন বলেছেন, এবং তিনি আসলেই সেটা করেছেন।’ 

এই হামলার কারণে মার্কিন মিত্ররা কোনো ক্ষতির মুখে পড়বে কিনা, জানতে চাইলে হেগসেথ বলেন, এটা নিয়ে তারা ভেবেছেন। ইরান ও আমেরিকার মধ্যে যোগাযোগ হয়েছে বলে সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। আর আলোচনার টেবিলে ইরানকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

এই হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি করল কিনা–এ ব্যাপারে তিনি বলেন, এমন আশঙ্কা নেই।

হেগসেথ বলেন, ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যেন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়। তিনি আলোচনার পথ খোলা রেখেছেন। তাদের অনেক সুযোগ দিয়েছেন। তবে এই হামলা বা কোনো উপায়েই ইরানের সরকার পতন করার ইচ্ছা আমেরিকার নেই বলে দাবি করেন হেগসেথ।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৫ জুন ২০২৫, ১৭:০৮
আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই গাজায় দুই মাসের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
কানাডা থেকে পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় আরও ৮২ জন নিহত হয়েছেন। এরমধ্যে উপত্যকাটির মধ্যাঞ্চল দেইর আল-বালায় ১০ শিশুসহ নিহত হয়েছেন ১৫ জন।
ইসরায়েলের সমালোচনা করায় এবার ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন...
খুলনার দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমান নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ফ্যাসিবাদের বিচার চাই, আবার সংস্কারও চাই। বিচার-সংস্কার ছাড়া নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না। বিচার-সংস্কার ছাড়া যারা নির্বাচন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.