বিশ্বের যে কোন জায়গায় আঘাতে সক্ষম ক্রুজ মিসাইল: পুতিন
প্রকাশ : ০২ মার্চ ২০১৮, ০৮:৩১ এএমআপডেট : ০২ মার্চ ২০১৮, ০৩:১৩ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার নতুন পরমাণু অস্ত্র তৈরিকে দায়িত্ব-জ্ঞানহীন আচরণ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি সরাসরি চুক্তির লঙ্ঘন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। যা বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।
রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে, বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। ভাষণে বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম নতুন একটি ক্রুজ মিসাইল তৈরির কথা জানান রুশ প্রেসিডেন্ট।
পুতিন দাবি করেন, এ ক্ষেপণাস্ত্রকে ইউরোপ এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাও আটকাতে পারবে না। ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও পরমাণু অস্ত্র বহনে সক্ষম চালকবিহীন একটি সাবমেরিন প্রদর্শন করা হয় ভিডিওতে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন," আমরা কাউকে হুমকিও দিচ্ছি না, আক্রমণও করতে যাচ্ছি না। তবে রাশিয়ার কোনো মিত্রের ওপর পরমাণু হামলা হলে, তা রাশিয়ার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তাৎক্ষণিক এর পাল্টা জবাব দেওয়া হবে"।
প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরমাণু অস্ত্র তৈরি করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে রাশিয়া।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার ন্যুরেট বলেন," এক দশকের বেশি সময় ধরে পরমাণু অস্ত্র তৈরি করে চলেছে রাশিয়া। যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর এটা প্রচ্ছন্ন হুমকি। বিষয়টি উপলব্ধি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা অদ্বিতীয়। শক্তি আরও বাড়াতে এবার প্রতিরক্ষা বাজেট ৭০ হাজার কোটি ডলার করা হয়েছে। আগের চেয়ে আমাদের সেনাবাহিনী এবার আরও শক্তিশালী হবে"।
১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। চতুর্থ বারের মতো প্রেসিডেন্ট হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। এ নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন দেওয়ার অভিযোগে আমেরিকায় এক ভারতীয় গবেষককে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক বদর খান সুরিকে গ্রেপ্তারের পর গতকাল...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা শুরু করার পর খোদ ইসরায়েলেই দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার...
ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রতিশ্রুতি মেনে নেওয়ার জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
মাদক সংক্রান্ত অপরাধের জন্য চার কানাডিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। বিষয়টি দু দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চট্টগ্রাম নগরীর নতুন ফিসারিঘাট থেকে মৎস্যজীবীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কর্মসূচি পালন করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের...
বিশ্বের যে কোন জায়গায় আঘাতে সক্ষম ক্রুজ মিসাইল: পুতিন
রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে, বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। ভাষণে বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম নতুন একটি ক্রুজ মিসাইল তৈরির কথা জানান রুশ প্রেসিডেন্ট।
পুতিন দাবি করেন, এ ক্ষেপণাস্ত্রকে ইউরোপ এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাও আটকাতে পারবে না। ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও পরমাণু অস্ত্র বহনে সক্ষম চালকবিহীন একটি সাবমেরিন প্রদর্শন করা হয় ভিডিওতে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন," আমরা কাউকে হুমকিও দিচ্ছি না, আক্রমণও করতে যাচ্ছি না। তবে রাশিয়ার কোনো মিত্রের ওপর পরমাণু হামলা হলে, তা রাশিয়ার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তাৎক্ষণিক এর পাল্টা জবাব দেওয়া হবে"।
প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরমাণু অস্ত্র তৈরি করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে রাশিয়া।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার ন্যুরেট বলেন," এক দশকের বেশি সময় ধরে পরমাণু অস্ত্র তৈরি করে চলেছে রাশিয়া। যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর এটা প্রচ্ছন্ন হুমকি। বিষয়টি উপলব্ধি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা অদ্বিতীয়। শক্তি আরও বাড়াতে এবার প্রতিরক্ষা বাজেট ৭০ হাজার কোটি ডলার করা হয়েছে। আগের চেয়ে আমাদের সেনাবাহিনী এবার আরও শক্তিশালী হবে"।
১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। চতুর্থ বারের মতো প্রেসিডেন্ট হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। এ নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।