ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন শুল্কারোপে আমদানিকারকদের ক্ষোভ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ০৮:০১ পিএমআপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৮:০১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
ইস্পাত ও অ্যালুমিনিয়ামে উচ্চহারে শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমদানিকারক দেশগুলো। এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাসহ যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদাররা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ সতর্ক করছে, এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো বিশ্বেই।
বেশ কয়েক সপ্তাহ ধরে শুল্ক আরোপের নানা গুঞ্জনের পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণা আসে। ইস্পাতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানান তিনি।
এ সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকার বিভিন্ন দেশ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বলেছেন, যুক্তরাষ্ট্রের এ শুল্কারোপের কারণে হাজারো ইউরোপীয় চাকরি ঝুঁকিতে পড়বে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বলেন, "ইইউ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের চিন্তা করছে। এটি ভালো কিছু না হলেও আমরা বাধ্য হচ্ছি। যুক্তরাষ্ট্রের মোটরসাইকেল হার্লে ডেভিডসন, জিন্স লিভাইসের মতো পণ্যে আমরা শুল্ক আরোপের পরিকল্পনা করছি"।
ট্রাম্পের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অতিরিক্ত শুল্ক সীমান্তের দুই দিকের বাজারে বাধা তৈরি করবে বলে সতর্ক করেছেন ট্রুডো। সেইসঙ্গে চীন, অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও প্রতিবাদ জানিয়েছে এ সিদ্ধান্তের।
ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্বকে বাণিজ্য যুদ্ধের ঝুঁকিতে ফেলতে পারে বলে আশংকা করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এ শুল্কারোপে মার্কিন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে।
নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির বিশ্লেষক ফিল লিভি বলেন, "এ পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পূরণ হলেও রপ্তানিকারক ও দেশীয় ব্যবসায়ী যারা আমদানিকৃত ইস্পাত দিয়ে পণ্য তৈরি করেন তারা ক্ষতিগ্রস্ত হবে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ভোক্তারা, যাদের বাড়তি দামের বোঝা বহন করতে হবে"।
ট্রাম্পের শুল্কারোপের ঘোষণার পর শুক্রবার বিশ্ব পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পরে। সূচকের পতন হয় যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে।
আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা...
সৌদি আরবে সাত দিনে প্রায় ২৫ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস...
গত বছরের জুলাই–আগস্টে বাংলাদেশে হওয়া শেখ হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগে থেকেই ভারত জানত। কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি। গতকাল শনিবার পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির কাছে এসব...
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিএডিসি (আলু বীজ) উপ-পরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত হারুন অর রশীদের বক্তব্য নিতে তাঁর অফিসে গেলে তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর...
বকেয়া বেতন–বোনাসের দাবিতে আন্দোলন করতে এসে অসুস্থ হয়ে একজন গার্মেন্টস এক্সিকিউটিভ মারা গেছেন। রোববার রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে এসে অসুস্থ হয়ে যান রামপ্রসাদ সিং (৪০)।
ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন শুল্কারোপে আমদানিকারকদের ক্ষোভ
বেশ কয়েক সপ্তাহ ধরে শুল্ক আরোপের নানা গুঞ্জনের পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণা আসে। ইস্পাতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানান তিনি।
এ সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকার বিভিন্ন দেশ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বলেছেন, যুক্তরাষ্ট্রের এ শুল্কারোপের কারণে হাজারো ইউরোপীয় চাকরি ঝুঁকিতে পড়বে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বলেন, "ইইউ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের চিন্তা করছে। এটি ভালো কিছু না হলেও আমরা বাধ্য হচ্ছি। যুক্তরাষ্ট্রের মোটরসাইকেল হার্লে ডেভিডসন, জিন্স লিভাইসের মতো পণ্যে আমরা শুল্ক আরোপের পরিকল্পনা করছি"।
ট্রাম্পের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অতিরিক্ত শুল্ক সীমান্তের দুই দিকের বাজারে বাধা তৈরি করবে বলে সতর্ক করেছেন ট্রুডো। সেইসঙ্গে চীন, অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও প্রতিবাদ জানিয়েছে এ সিদ্ধান্তের।
ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্বকে বাণিজ্য যুদ্ধের ঝুঁকিতে ফেলতে পারে বলে আশংকা করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এ শুল্কারোপে মার্কিন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে।
নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির বিশ্লেষক ফিল লিভি বলেন, "এ পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পূরণ হলেও রপ্তানিকারক ও দেশীয় ব্যবসায়ী যারা আমদানিকৃত ইস্পাত দিয়ে পণ্য তৈরি করেন তারা ক্ষতিগ্রস্ত হবে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ভোক্তারা, যাদের বাড়তি দামের বোঝা বহন করতে হবে"।
ট্রাম্পের শুল্কারোপের ঘোষণার পর শুক্রবার বিশ্ব পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পরে। সূচকের পতন হয় যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে।
/এমআর/