১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট ঘোষণা চীনের
প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ০৩:৫১ পিএমআপডেট : ০৫ মার্চ ২০১৮, ০৩:৫৬ পিএম
চীনের সামরিক বাহিনী
চীনে আসন্ন অর্থবছরের জন্য ১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট ঘোষণা করেছে দেশটির সরকার। পাশাপাশি ২০১৮ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ছয় দশমিক পাঁচ ভাগ।
গত বছরের তুলনায় এ বছর ৮ শতাংশ বাড়িয়ে এ বাজেট ঘোষণা করেছে চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেস-এনপিসি। বেইজিংয়ে জাতীয় সংসদের বার্ষিক সভার উদ্বোধনী অধিবেশনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। জাতীয় নিরাপত্তায় ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে এই বাজেট বলে উদ্বোধনী বক্তব্যে মন্তব্য করেন তিনি। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের ৬ দশমিক নয় ভাগ থেকে সামান্য কমিয়ে ধরা হয়েছে সাড়ে ছয় ভাগ।
চলতি বছর চীনের অর্থনৈতিক ঝুঁকি হ্রাস, বায়ু দূষণ এবং দারিদ্র্য দূরীকরণই প্রধান লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী লি। অন্যদিকে, প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারিত দুই মেয়াদের সময়সীমা অপসারণ করার প্রস্তাব করেছে এনপিসি।
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে তাঁদের বহনকারী একটি বিমান দেশটিতে পৌঁছায়। বিবিসির এক...
ইয়েমেনে ইরান–সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য...
টর্নেডোর তাণ্ডবে আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু মিসৌরিতেই মারা গেছে ১২ জন। এ ছাড়া কানসাসে মারা গেছেন ৮ জন। টর্নেডোর কয়েকটি ভিডিওতে দেখা যায়, বাতাসের তোড়ে...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
১৭৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট ঘোষণা চীনের
গত বছরের তুলনায় এ বছর ৮ শতাংশ বাড়িয়ে এ বাজেট ঘোষণা করেছে চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেস-এনপিসি। বেইজিংয়ে জাতীয় সংসদের বার্ষিক সভার উদ্বোধনী অধিবেশনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। জাতীয় নিরাপত্তায় ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে এই বাজেট বলে উদ্বোধনী বক্তব্যে মন্তব্য করেন তিনি। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের ৬ দশমিক নয় ভাগ থেকে সামান্য কমিয়ে ধরা হয়েছে সাড়ে ছয় ভাগ।
চলতি বছর চীনের অর্থনৈতিক ঝুঁকি হ্রাস, বায়ু দূষণ এবং দারিদ্র্য দূরীকরণই প্রধান লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী লি। অন্যদিকে, প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারিত দুই মেয়াদের সময়সীমা অপসারণ করার প্রস্তাব করেছে এনপিসি।
/জে-এফ/